দুরন্ত ফর্মে ওয়ার্নার, প্রথম খেলোয়াড় হিসেবে পরপর ছটি আইপিএলে ৫০০-র বেশি রান
সব আইপিএল মিলিয়ে ওয়ার্নার খেলেছেন মোট ১৪০ ম্যাচ। এই সব ম্যাচ মিলিয়ে চারটি শতরান সহ তাঁর সংগ্রহে রয়েছে ৫২৩৫ রান।
দুবাই: ডেভিড ওয়ার্নার দেখালেন, তাঁর ঝোড়ো ইনিংস খেলার দক্ষতায় এতটুকু মরচে পড়েনি। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৮৫ রানে অপরাজিত থেকে পরপর ছটি আইপিএলে ৫০০-র বেশি রান করার রেকর্ড ঝুলিতে পুরলেন তিনি।
চলতি আইপিএলে ১৪ ম্যাচে এই বাঁ হাতি ব্যাটসম্যান ৫২৯ রান করে ফেলেছেন। ২০১৯-র আইপিএলে রানের পাহাড় গড়েছিলেন ওয়ার্নার। ১২ ম্যাচে ৬৯২ রান করেছিলেন। গড় ছিল ৬৯। তবে ২০১৮–য় তিনি আইপিএলে অংশ নিতে পারেননি। স্যান্ডপেপার গেটওয়ে বিতর্কে জড়িয়ে প়ড়ায় সে বছর আইপিএলে মাঠের বাইরেই থাকতে হয়েছিল এই অস্ট্রেলীয় ব্যাটসম্য়ানকে।
তাঁর রানরেটের দিকে নজর ফেললেই তাঁর দুরন্ত পারফরম্যান্সের আন্দাজ মিলবে। ২০১৪ সালের আইপিএলে তার রান ছিল ৫২৮। পরের বছর তা দাঁড়ায় ৫৬২-তে। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের স্কোর ছিল ৮৪৮। ২০১৭ সালে অবশ্য রান একটু কমে যায়। করেন ৬৪১ রান।
সব আইপিএল মিলিয়ে ওয়ার্নার খেলেছেন মোট ১৪০ ম্যাচ। এই সব ম্যাচ মিলিয়ে চারটি শতরান সহ তাঁর সংগ্রহে রয়েছে ৫২৩৫ রান।