শাকিব, মুস্তাফিজুরদের আইপিএলে খেলার ছাড়পত্র বাংলাদেশ বোর্ডের
বিসিবি-র ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আক্রম খান শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আবেদন করলে আমরা মুস্তাফিজুর (রহমান)-কে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেব। আমরা শাকিব (আল হাসান)-কে এনওসি দিয়েছি।
শাকিব, মুস্তাফিজুরদের আইপিএলে খেলার ছাড়পত্র বাংলাদেশ বোর্ডের
ঢাকা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তাদের প্লেয়ারদের অংশগ্রহণের ছাড়পত্র দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের আন্তর্জাতিক সূচীর সঙ্গে আইপিএলের সম্ভাব্য সূচীর সময় মিলে যেতে পারে। এ সত্ত্বেও বিসিসিআই-এর টি ২০ টুর্নামেন্টে খেলার ব্যাপারে তাদের ক্রিকেটারদের ছাড়পত্র দিল বিসিবি।
বিসিবি-র ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আক্রম খান শুক্রবার সাংবাদিকদের বলেছেন, আবেদন করলে আমরা মুস্তাফিজুর (রহমান)-কে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেব। আমরা শাকিব (আল হাসান)-কে এনওসি দিয়েছি।
আক্রম খান আরও বলেছেন, এ ব্যাপারে যে ক্রিকেটারই এনওসি চাইবেন, তাঁকে তা দেওয়া হবে। কারণ, কেউ দেশের হয়ে খেলতে না চাইলে সেক্ষেত্রে জোর খাটানোর কোনও প্রয়োজন নেই।
পরের মাসেই বাংলাদেশের শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা। এরপর আরও তিনটি একদিনের ম্যাচ খেলা হবে। তবে সফরের সূচী এখনও চূড়ান্ত হয়নি।
এবারের আইপিএলের নিলামে ফাস্ট বোলার মুস্তাফিজুরকে ১ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে, তারকা অলরাউন্ডার শাকিবকে ৩.২ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
এই দুই বাংলাদেশি ক্রিকেটার আসন্ন আইপিএলে খেলবেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এবারের আইপিএল শুরু হতে পারে।