Iran Israel Conflict: আমেরিকার হামলার প্রত্যাঘাত শুরু, পাল্টা মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইজরায়েলের
Iran Fires Missile: তেহেরানের তরফে নতুন করে ইজরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছে। আমেরিকার হামলার প্রত্যাঘাত করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ইরান।

Iran Israel Conflict: ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা। সূত্রের খবর, তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। এবার সেটাই সত্যি হল। তেহেরানের তরফে ইজরায়েলের শহরে মিসাইল ছোড়া হয়েছে বলে খবর। এক্স মাধ্যমে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, দু'দফায় ইরানের তরফে ২৭টি মিসাইল ছোড়া হয়েছে হাফিয়া এবং তেল আভিভ- এ। অন্তত ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা করেছে আমেরিকার সেনা। এই ঘটনার পরই প্রত্যাঘাত করেছে ইরান। আগেই তারা হুঁশিয়ারি দিয়েছিল পাল্টা জবাব দেওয়ার। ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার এ ভাবে হামলা করার ঘটনাকেও ন্যাক্কারজনক বলে দাবি করা হয়েছে ইরানের তরফে।
🚨Sirens sounding across Israel due to another Iranian missile launch🚨
— Israel Defense Forces (@IDF) June 22, 2025
আমেরিকা ইরানে হামলা করার পরই পাল্টা হুঁশিয়ারি এসেছিল। সূত্রের খবর, ইরানের সরকারি প্রচার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, 'শুরুটা আপনি করলেন। শেষটা আমরা করব। এখানে থাকা আমেরিকার নাগরিক, সেনা এখন নিশানায়।' এর পাশাপাশি সূত্রের খবর, জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে ইরান। সূত্রের খবর, বাহরাইনে আমেরিকার নৌবহরে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেহরানের তরফে। সূত্রের খবর, তৃতীয়পক্ষ যুদ্ধে জড়ালে ফল ভাল হবে না, নাম না করে আগেই আমেরিকাকে এই মর্মেই হুঁশিয়ারি দিয়েছিল ইরান।
𝗧𝗵𝗲 𝗜𝗔𝗙 𝗵𝗮𝘀 𝗯𝗲𝗴𝘂𝗻 𝗮 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗼𝗳 𝘀𝘁𝗿𝗶𝗸𝗲𝘀 𝘁𝗼𝘄𝗮𝗿𝗱 𝗺𝗶𝗹𝗶𝘁𝗮𝗿𝘆 𝘁𝗮𝗿𝗴𝗲𝘁𝘀 𝗶𝗻 𝘄𝗲𝘀𝘁𝗲𝗿𝗻 𝗜𝗿𝗮𝗻.
— Israel Defense Forces (@IDF) June 22, 2025
Additionally, this morning, the IAF struck missile launchers ready to launch toward Israeli territory, soldiers in the Iranian Armed…
B-2 স্টিলথ বোমারু বিমানের সাহায্যে আমেরিকার তরফে হামলা চালানো ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে। ফক্স নিউজ সূত্রে খবর, ফোরদোতে ফেলা হয়েছে ৬টি বাঙ্কার বাস্টার বোমা। হামলা চালানো হয়েছে নাতানাজ ও ইসফাহানে - এই দুই পরমাণু কেন্দ্রেও। সূত্রের খবর, আগামী ২৭ জুন পর্যন্ত বন্ধ ইজরাইলের আকাশসীমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে, 'চেষ্টা করেছিলাম যাতে যুদ্ধ না হয়, শেষ পর্যন্ত আক্রমণ করতেই হল।'
আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের। বাহরিনে আমেরিকার নৌবহরে হামলা চালানোর হুঁশিয়ারি তেহরানের। 'এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরিনে আমেরিকার নৌবহরে হামলা চালানো হবে। হরমুজ প্রণালি দিয়ে আমেরিকা, ব্রিটেন, জার্মানির জাহাজ বন্ধের হুঁশিয়ারি', ইরানের সংবাদমাধ্য়মে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার।






















