Iran Israel Conflict: আমেরিকার হামলার কথা স্বীকার, তবে দূষণের চিহ্ন নেই, নিরাপদেই রয়েছেন বাসিন্দারা, জানাল ইরান
Iran: ইরানের National Nuclear Safety System Center- এর রেডিয়েশন ডিটেক্টরে আমেরিকার এই হামলার পর, কোনও রেডিও অ্যাক্টিভ নিষ্কাশন রেকর্ড হয়নি।

Iran Israel Conflict: ইরানের তিনটি পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার কথা স্বীকার করেছে ইরানের Atomic Energy Organisation- ও। এর পাশাপাশি ইরানের National Nuclear Safety System Center জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রে হামলার পরেও দূষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ইরানের National Nuclear Safety System Center- এর রেডিয়েশন ডিটেক্টরে আমেরিকার এই হামলার পর, কোনও রেডিও অ্যাক্টিভ নিষ্কাশন রেকর্ড হয়নি। এর পাশাপাশি, ইরানের যেসব পারমাণবিক কেন্দ্রে আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে, তার আশপাশে থাকা সাধারণ বাসিন্দাদের জীবনযাত্রায় কোনও ক্ষয়ক্ষতি, বিপদ হবে, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে National Nuclear Safety System Center। হামলা হওয়া পরমাণু কেন্দ্রগুলির আশপাশের এলাকায় থাকা স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় কোনও বিপদ নেই বলেই জানিয়েছে ইরানের এই সেন্টার।
#BREAKING Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites pic.twitter.com/LduvfF2vH3
— AFP News Agency (@AFP) June 22, 2025
অন্যদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার এ হেন হামলার ঘটনাকে 'নৃশংস' এবং 'আন্তর্জাতিক আইনের পরিপন্থী' বলা হয়েছে। ইরানের Atomic Energy Organisation- এর তরফে জানানো হয়েছে, পারমাণবিক কেন্দ্রে এভাবে হামলার ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। তবে দেশের পারমাণবিক উত্থানের উপর ইরান যে কোনওভাবেই প্রভাব ফেলতে দেবে না, তাও স্পষ্ট ভাবে জানানো হয়েছে ইরানের তরফে।
#BREAKING Iran foreign minister says US attacks will have 'everlasting consequences' pic.twitter.com/C42tGAmOh7
— AFP News Agency (@AFP) June 22, 2025
ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা, কড়া প্রতিক্রিয়া তেহরানের। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির। এক্স হ্যান্ডল পোস্ট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা, রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করে ইরানের পারমাণবিক কেন্দ্র আক্রমণ করেছে। এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। রাষ্ট্রপুঞ্জের প্রত্যেক সদস্যকে এই মারাত্মক, আইন বহির্ভূত এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী আত্মরক্ষার জন্য, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প পথ গ্রহণ করতে পারে।
Foreign Minister, Islamic Republic of Iran, Seyed Abbas Araghchi posts on 'X': "The United States, a permanent member of the United Nations Security Council, has committed a grave violation of the UN Charter, international law and the NPT by attacking Iran's peaceful nuclear… pic.twitter.com/FXwNioaMZU
— ANI (@ANI) June 22, 2025
পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার ইরানের। স্বীকারোক্তি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন-এর। 'ফোরদো, নাতানাজ এবং ইসফাহানে পরমাণু কেন্দ্রে বর্বরোচিত হামলা হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উদাসীনতা ও সহযোগিতার জন্যই এই পদক্ষেপ। আশা করি, গোটা বিশ্ব এই আইনশৃঙ্খলাহীন, জঙ্গলরাজের নিন্দা করবে। ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি থামানো যাবে না', কড়া বার্তা ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের।
Iran’s Atomic Energy Organisation released statements following the attacks on the Nuclear Facilities, posts Iran's Embassy in India on 'X'.
— ANI (@ANI) June 22, 2025
"Following the brutal attacks by the Zionist enemy in recent days, early this morning, the country’s nuclear sites in Fordow, Natanz, and… pic.twitter.com/AJbFDQhJVo






















