Iran Israel Airstrikes: ইরানে হামলা ইজরায়েলের, পর পর বিস্ফোরণ, মৃত্যু শীর্ষ সেনাকর্তার, ভারতীয়দের জন্য সতর্কতা জারি
Israel Iran Attack: এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির।

নয়া দিল্লি: ইরানে বিরাট হামলা ইজরায়েলের। সরকারি বিল্ডিং, সামরিক ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিরাট হামলা চালাল ইজরায়েল। ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির।
BREAKING: Iranian state television says the head of Iran's paramilitary Revolutionary Guard is feared dead after Israeli attack. https://t.co/EwQsuDivi8
— The Associated Press (@AP) June 13, 2025
পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজ়রায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে। এই উদ্বেগের পরিস্থিতিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।
ইজরায়েলের ভারতীয় দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে, 'বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। দয়া করে সাবধানতা অবলম্বন করুন, দেশের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং সুরক্ষা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন।'
Advisory
— India in Israel (@indemtel) June 13, 2025
*In view of the prevailing situation in the region, all Indian nationals in Israel are advised to stay vigilant and adhere to the safety protocols as advised by the Israeli authorities and home front command (https://t.co/033m9px3sR).
*Please exercise caution, avoid…
ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়। যদিও অল্প সময়েই নিয়ন্ত্রণেও আসে যাবতীয় পরিস্থিতি। তাতেও উদ্বেগ কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন ছিলই। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। তারপর থেকেই ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা জোরদার হয়।






















