Iran-Israel Conflict: ট্রাম্পের ঘোষণার পরেও ইজরায়েলে মিসাইল হামলা ইরানের, নিহত অন্তত ৩ !
Iran-Israel Tension : এর আগে, ইজরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা "কিছুক্ষণ আগে" ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার জন্য কাজ করছে।

তেল আভিভ : ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে ? কারণ, ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালাল ইরান। ইজরায়েলের বেইয়ার শেবা শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর সামনে আসছে। মঙ্গলবার সকালের এই ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ বাড়াবে না তো ? তা নিয়েই প্রশ্ন উঠছে। ইজরায়েলের ওই শহরে মিসাইল হামলার পরের ছবির একটি ভিডিও সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, ইরানের ছোড়া মিসাইলে ওই আবাসন চত্বর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি ও গাছপালা। এর আগে, ইজরায়েলি সেনাবাহিনী বলেছিল যে তারা "কিছুক্ষণ আগে" ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করছে। তবে হামলার সঠিক সময় উল্লেখ করা হয়নি। ইজরায়েলি সেনাবাহিনী ভোর ৫টার দিকে টেলিগ্রামে পোস্টে করা এক বিবৃতিতে বলে, "কিছুক্ষণ আগে, ইরান থেকে ইজরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।"
প্রথম থেকেই ইজরায়েলের পাশে ছিল। ইরানের সঙ্গে ইজরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকাও। ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় তারা। এর ফল কী হবে, তা বিচার-বিশ্লেষণের মধ্যেই, কয়েক ঘণ্টা আগে কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান। আর তার পরই যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। জানান, সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশই। তবে যুদ্ধবিরতির ঘোষণা করলেও, এখনও তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ট্রাম্প জানান, আগামী ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ বলে নিশ্চিন্ত হতে পারবেন সকলে। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনও চুক্তি হয়নি, তবে ইজরায়েল যদি তার "অবৈধ আগ্রাসন" বন্ধ করে তবে তেহরান আক্রমণ বন্ধ করবে।
ইরান জানিয়েছে যে, গত ১৩ জুন থেকে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ১৩ জন শিশু-সহ ইরানে ৪০০-র বেশি মানুষ মারা গেছেন। অন্তত ৩,০৫৬ জন আহত। অন্যদিকে, পাল্টা হামলায় ইজরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। Iran Israel Ceasefire News Update






















