![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Iran's President's Helicopter Faces Accident: দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার !
Ebrahim Raisis : দুর্ঘটনার পরিণতি কী হয়েছে তা প্রাথমিকভাবে বিস্তারিত জানাতে পারেনি ওই সংবাদ মাধ্যম।
![Iran's President's Helicopter Faces Accident: দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ! Iranian President Ebrahim Raisis Helicopter suffers hard landing says Report Iran's President's Helicopter Faces Accident: দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/0371bd0406e4dd5d9faca42250cc6bed1716126741163170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তেহরান : দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রইসির হেলিকপ্টার (Iranian President Ebrahim Raisi)। তিনটি হেলিকপ্টারের কনভয়ের একটিতে তিনি যাচ্ছিলেন। সেটি দুর্ঘটনার মুখে পড়েছে। এমনই খবর ইরান রাষ্ট্রপোষিত টিভির। যদিও তার পরে কী হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সংবাদ মাধ্যম। ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশ থেকে তিনি যাচ্ছিলেন। সংশ্লিষ্ট স্টেট টিভির খবর, ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জোলফার (আজেরবাইজানের সীমান্তবর্তী শহর) কাছে দুর্ঘটনাটি ঘটে।
এখনও পর্যন্ত যেটা জানা গেছে তাতে, ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাইয়া ও আয়াতুল্লা মহম্মদ আলি অল হাশিম ইরানের প্রেসিডেন্ট সঙ্গে একই হেলিকপ্টারেই ছিলেন। অপর একটি হেলিকপ্টারে ছিলেন সেদেশের বিদ্যুৎমন্ত্রী আলি আকবর মেহেরবান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহেরদাদ বাজরপাশ। যদিও তাঁদের হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করে। প্রেসিডেন্টের সঙ্গে যাঁরা হেলিকপ্টারে ছিলেন, তাঁরা কোনওভাবে জরুরি অবস্থায় ফোন কল করতে সক্ষম হন। অপর একটি সংবাদ মাধ্যম সূত্রের এমনই খবর।
ঘটনার প্রসঙ্গে ইরানের (Iran) অভ্যন্তরীণ মন্ত্রী আহমেদ ভাহিদি বলেন, "সম্মানীয় রাষ্ট্রপতি এবং কোম্পানি কয়েকটি হেলিকপ্টারে চড়ে ফেরার পথে ছিলেন এবং খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে একটি হেলিকপ্টার অবতরণ করতে বাধ্য হয়। ওই এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে । কিন্তু, ওখানে খারাপ আবহাওয়ার কারণে এবং কুয়াশাচ্ছন্ন থাকায় সংশ্লিষ্ট হেলিকপ্টারের কাছে পৌঁছতে তাঁদের সময় লেগে যেতে পারে।"
রবিবার আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভের সঙ্গে একটি বাঁধের উদ্বোধন করতে আজেরবাইজান গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। Aras নদীর উপর উভয় দেশের তত্ত্বাবধানে নির্মিত তৃতীয় বাঁধ এটি।
জানা গেছে, দেশের মধ্যে একাধিক হেলিকপ্টার ওড়ে ইরানে। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে তাদের যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে ওঠে। এর সামরিক বিমান বহরও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের।
৬৩ বছর বয়সি রইসি একজন কট্টরপন্থী যিনি আগে দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিতেন। তাঁকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন ঘনিষ্ট হিসেবে দেখা হয়। কিছু বিশ্লেষকের মত, তিনি ৮৫ বছর বয়সী নেতার মৃত্যুর পরে বা পদ থেকে ইস্তফার পরে তাঁর জায়গা নিতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)