এক্সপ্লোর
Advertisement
ফের অসুস্থ ইরফান খান, ভর্তি হাসপাতালে
পিঠে ক্যানসারের জেরে ইরফান দীর্ঘদিন ধরে অসুস্থ, বিদেশে চিকিৎসা করিয়ে কয়েক মাস হল দেশে ফিরেছেন তিনি।
মুম্বই: করোনা লকডাউনের মধ্যেই ফের হাসপাতালে ভর্তি করা হল ইরফান খানকে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।
শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান ইরফানের মা সইদা বেগম। লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শোক জানান। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়েন ৫৩ বছরের অভিনেতা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। স্ত্রী সুতপা শিকদার ও ২ পুত্র সঙ্গে রয়েছেন।
পিঠে ক্যানসারের জেরে ইরফান দীর্ঘদিন ধরে অসুস্থ, বিদেশে চিকিৎসা করিয়ে কয়েক মাস হল দেশে ফিরেছেন তিনি। এখানেও তাঁর চিকিৎসা চলছে। এর মধ্যেই মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি আংগ্রেজি মিডিয়াম, করোনা নকডাউনের আগে মুক্তি পাওয়া শেষ বলিউডি ছবি। মাত্র একদিনই চলতে পারে ছবিটি, তারপরেই গোটা দেশ ঘরবন্দি হয়ে পড়ে।
তবে অসুস্থতার কারণে ছবির প্রমোশনে ছিলেন না ইরফান। শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভয়েস নোট রেখেছিলেন তিনি।
As we embark on the journey to release #AngreziMedium, here’s a small note for you allhttps://t.co/Sr0Pp1x3dv #AngreziMedium trailer out tomorrow!
— Irrfan (@irrfank) February 12, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement