এক্সপ্লোর
Advertisement
ঋষিকে ইরফান বলেন হট লিকুইড, ডি-ডে ছবিতে এক সঙ্গে কাজ করেন সদ্য প্রয়াত ২ তারকা
ডি-ডে ছবিতে ঋষি হয়েছিলেন ইকবাল শেঠ ওরফে গোল্ডম্যান। দাউদ ইব্রাহিমের ধাঁচে আন্ডারওয়ার্ল্ড ডন। ইরফান আন্ডারকভার র এজেন্ট, নাম ওয়ালি খান। ইরফানের কাজ ছিল, ঝষিকে ভারতে ফিরিয়ে আনা।
মুম্বই: গ্রহণ লেগেছে বলিউডে। বুধবার চলে গেলেন ইরফান খান, বৃহস্পতিবার ঋষি কপূর। ঋষি ও ইরফানের এক সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ছবিটি ডি-ডে সিনেমার, ওই একটি সিনেমাতেই এক সঙ্গে কাজ করেন প্রবাদপ্রতিম এই দুই অভিনেতা।
ইরফানের সঙ্গে লাঞ্চবক্স-এ কাজ করেন নিমরত কাউর। তিনি শেয়ার করেন ছবিটি। লেখেন, খুব তাড়াতাড়ি খুব বেশি ক্ষতি.. শান্তিতে ঘুমোন ইরফান খান, শান্তিতে ঘুমোন ঋষি কপূর।
Too much loss too soon... #RIPIrrfanKhan #RIPRishiKapoor pic.twitter.com/PEgTvkp4z8
— Nimrat Kaur (@NimratOfficial) April 30, 2020
ডি-ডে ছবিতে ঋষি হয়েছিলেন ইকবাল শেঠ ওরফে গোল্ডম্যান। দাউদ ইব্রাহিমের ধাঁচে আন্ডারওয়ার্ল্ড ডন। ইরফান আন্ডারকভার র এজেন্ট, নাম ওয়ালি খান। ইরফানের কাজ ছিল, ঝষিকে ভারতে ফিরিয়ে আনা। এছাড়া ছবিতে ছিলেন অর্জুন রামপাল ও হুমা কুরেশি।
ঋষি সম্পর্কে ইরফান বলেন, আমার আত্মীয় ওঁর মারাত্মক ফ্যান। আমিও ওঁর সব ছবি দেখেছি। আমি কখনও ঋষি কপূর হতে পারব বলে মনে হয়নি। উনি উত্তপ্ত তরল। নিজের শিল্পকে এত ভালভাবে বারবার আবিষ্কার করেছেন তিনি, এমন একজন তারকা যাঁর সবটুকু কখনওই দেখা হয়ে ওঠে না, এমনকী ছবির পর ছবি একই কাজ করলেও। সে জন্যই চরিত্রাভিনেতা হিসেবে ওঁর সেকেন্ড ইনিংস এত অসাধারণ। আর তারকা হওয়ার চাপ নেই, অভিনেতা হিসেবে ঋষি ছুঁয়ে চলেছেন নতুন নতুন দিক।
ক্যানসারে চলে গেলেন ঋষি, ইরফান। শেষ হতে হতে এপ্রিল মরণকামড় দিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement