![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Israel-Palestine War : যুদ্ধের মাঝে সরকারকে আবেদন, গাজায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন
Indian at War Zone : ইজরায়েল আক্রমণ হানছে যেখানে, সেই গাজায় আটকে থাকা ভারতীয়রা দেশের সরকারের কাছে করলেন আবেদন।
![Israel-Palestine War : যুদ্ধের মাঝে সরকারকে আবেদন, গাজায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন Israel Palestine War Indians in Gaza appeal for evacuation amid ongoing Israeli airstrikes Israel-Palestine War : যুদ্ধের মাঝে সরকারকে আবেদন, গাজায় আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/67fe9bfeac0a5807766d786714acb76c1696874182756878_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গাজা : ক্রমাগত বেজে চলছে সাইরেন (Siren)। আছড়ে পড়ছে একের পর এক মিসাইল (airstrikes)। সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহত-আহতের সংখ্যা। যুদ্ধের চারদিনের মাথায় মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে বলেই খবর। আহতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি। এর মাঝেই গাজায় (Gaza) আটকে থাকা ভারতীয়রা তাঁদেরকে উদ্ধার করার জন্য আবেদন করেছেন এদেশের সরকারের কাছে।
মঙ্গলবারই ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন করেছিলেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। ভারত ইজরায়েলের পাশে রয়েছে বলে বার্তাও দিয়ে রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর মাঝেই ইজরায়েল আক্রমণ হানছে যেখানে, সেই গাজায় আটকে থাকা ভারতীয়রা দেশের সরকারের কাছে করলেন আবেদন।
যেমন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা লুবনা নাজির সাবু। কাজের সুবাদে থাকেন গাজাতে। প্রসঙ্গত, ইজরায়েলের একাধিক যায়গায় মিসাইল হানা থেকে বাঁচতে নিরাপদ শেল্টার থাকলেও গাজা এলাকাতে সেভাবে নেই। আর যার জেরেই রোজ প্রাণের আশঙ্কা নিয়ে যুদ্ধবিধস্ত এলাকাতে থাকতে হচ্ছে ভারতের বাসিন্দাদের। তাই এই অবস্থায় বাসিন্দাদের যাতে সরকারের পক্ষ থেকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়, সেই আবেদনই সরকারের কাছে রেখেছেন গাজা নিবাসী ভারতীয় বাসিন্দারা।
রাশিয়া-ইউক্রেন রেষারেষির মধ্যে এবার ইজরায়েল-হামাসের মুখোমুখি সংঘাতে রক্তগঙ্গা। সময় যত গড়াচ্ছে ততই ঘোরাল হচ্ছে মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। হামাস বাহিনীর লাগাতার হামলায় ক্ষতবিক্ষত ইজরায়েল।
পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, প্রায় ১৬০০ মৃত্যু হয়েছে। ইজরায়েল-হামাস সংঘর্ষ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে দেড় হাজার জনের। শতাধিক মানুষকে যুদ্ধবন্দি করার অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চারদিনের অচলাবস্থা চলাকালীন ইসরায়েলি হামলায় ১৪৩ শিশু ও ১০৫ নারীসহ ৭০৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪০০০ এরও বেশি। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ৯০০ মানুষ নিহত ও ২,৬০০ জন আহত হয়েছে।
আরও পড়ুন- যুদ্ধের আবহে প্রেমের জয়গান, বিয়ে সেরেই দেশের হয়ে লড়তে চললেন ইজরায়েলের দম্পতি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)