বারামুল্লায় গ্রেফতার জয়েশ-ই-মহম্মদ জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র
পুলিশ জানিয়েছে, বারামু্ল্লায় নাশকতা হামলা করার দায়িত্ব ছিল মোহসিনের ওপর। তার কাছ থেকে জেহাদি-পুঁথি, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

নয়াদিল্লি: উত্তর কাশ্মীরের বারামুলা থেকে রবিবার এক জয়েশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সম্প্রতি, গোয়েন্দা সূত্রে খবর আসে যে, জম্মু ও কাশ্মীর এবং দিল্লি অঞ্চলে নাশকতামূলক হামলা চালাতে পারে জয়েশ জঙ্গিরা। এর জন্য কয়েকজন জয়েশ জঙ্গি নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে অনুপ্রবেশ করেছে বলেও আশঙ্কা প্রকাশ করেন গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বারামুল্লায় চিরুনি-তল্লাশি শুরু করে পুলিশ। সেখানেই আরামপোরা-আজাদগঞ্জ অঞ্চল থেকে মোহসিন মনজুর সালহেয়া নামে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জয়েশের সক্রিয় জঙ্গি হল এই মোহসিন। বারামুল্লা থানায় তার নামে গত বছর ২টি মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বারামু্ল্লায় নাশকতা হামলা করার দায়িত্ব ছিল মোহসিনের ওপর। তার কাছ থেকে জেহাদি-পুঁথি, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগে, কেন্দ্রীয় গোয়েন্দারা ‘এ’-ক্যাটেগরির সতর্কতা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিলেন, তিন থেকে চার প্রশিক্ষিত জঙ্গি সম্ভবত দিল্লিতে অনুপ্রবেশ করেছে। এর ফলে, রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লির বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশের স্পেশাল সেল। তারও কয়েকদিন আগে, জয়েশ জঙ্গিরা বায়ুসেনার ঘাঁটিগুলিতে আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছিল গোয়েন্দা রিপোর্টে। ওই সতর্কবার্তার পরই, জম্মু ও কাশ্মীর সহ দেশের উত্তর-পশ্চিম প্রান্তের সবকটি বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়।






















