JNU Elections: JNU ছাত্র সংসদের নির্বাচনে লাল ঝড়, বামেদের দখলে চারটি আসনই, পরাজিত ABVP
JNU Students' Union Elections: JNU আরও একবার লালে লাল হয়ে উঠল।

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বামেদের জয়জয়কার। চারটি আসনেই জয় পেল বামেরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আসনও তাদের হাতেই উঠল। ফলে JNU আরও একবার লালে লাল হয়ে উঠল। (JNU Students' Union Elections)
JNU ছাত্র সংসদের নির্বাচনে একজোটে লড়াই করেছিল All India Students’ Association (AISA), Students’ Federation of India (SFI) এবং Democratic Students’ Front (DSF). আর কেন্দ্রীয় কমিটির চারটি পদেই জয়যুক্ত হয়েছে তারা। AISA-র অদিতি মিশ্র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ABVP-র বিকাশ পচেলকে ৪০০ ভোটে হারিয়েছেন তিনি। অদিতি ১৮৬১টি ভোট পেয়েছেন। বিকাশ পেয়েছেন ১৪৪৭টি ভোট। ফলে JNU ছাত্র সংসদের শীর্ষ পদটি বামেদের দখলেই রইল। (JNU Elections)
#WATCH | Delhi | JNU Students' Union Election | The Left Unity alliance, consisting of the All India Students' Association (AISA), Students' Federation of India (SFI), and Democratic Students' Front (DSF), dominated the Jawaharlal Nehru University Students' Union (JNUSU)… pic.twitter.com/xluRyGrF9l
— ANI (@ANI) November 6, 2025
JNU ছাত্র সংসদের ভাই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে গোপিকা। তিনি ২৯৬৬টি ভোট পেয়েছেন। ABVP-র তানিয়া কুমারীকে হারিয়েছেন গোপিকা। তানিয়া পেয়েছেন ১৭৩০ ভোট। তবে এদিন কড়া টক্কর ছিল জেনারেল সেক্রেটারি পদটি নিয়ে। DSF-এর সুনীল যাদব ১৯১৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ABVP-র রাজেশ্বরী কান্ত দুবে ১৮৪১টি ভোট পান। অর্থাৎ মাত্র ৭৪টি ভোটের ব্যবধান। সকাল থেকে সেই নিয়ে টানটান উত্তেজনা ছিল।
Aditi-Gopika-Sunil-Danish! The united Left panel has swept the #JNUSU polls overcoming stiff ABVP challenge on all but one post. The ABVP is getting stronger despite its lumpen culture and violence. JNU will have to fight harder to defend the progressive character of the campus. pic.twitter.com/HlehfZv4qG
— Dipankar (@Dipankar_cpiml) November 6, 2025
আর বামেদের এই জয়ে বাড়তি মাত্রা যোগ করেন AISA-র দানিশ আলি। তিনি জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হলেন ১৯৯১টি ভোট পেয়ে। ABVP-র অনুজ দামারা পান ১৭৬২টি ভোট।
JNU ছাত্র সংসদ নির্বাচনের এই ফল দেখে CPIML-এর দীপঙ্কর ভট্টাচার্য লেখেন, 'অদিতি-গোপিকা-সুনীল-দানিশ! সম্মিলিত লড়াইয়ে বামেরা JNUSU নির্বাচনে ঝড় তুলেছে। ABVP-র চ্যালেঞ্জ অতিক্রম করে একটি নয়, প্রত্যেকটি আসনে জয়ী হয়েছেন। লুম্পেন সংস্কৃতি, হিংসা সত্ত্বেও ABVP মজবুত হচ্ছে। JNU-কে ক্যাম্পাসের উন্নত চরিত্র ধরে রাখতে আরও কঠিন লড়াই করতে হবে'।























