এক্সপ্লোর
বিধায়ক, মন্ত্রী কোভিড আক্রান্ত,হোম কোয়ারান্টিনে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে তিনি নিজের সিএম অফিসের কর্মীদের হোম কোয়ারান্টিনে দু সপ্তাহ থাকার পরামর্শ দিয়েছেন।

রাঁচি: ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর বিধায়ক মথুরা মাহাতো কোভিড আক্রান্ত হওয়ায় নিজেকে সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সম্প্রতি এই দুজনের সংস্পর্শে এসেছেন তিনি। আর তার পরপরই এঁদের দেহে মারণ ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে। তাই আর ঝুঁকি না নিয়ে নিজেকে রাঁচির বাসভবনে কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সোরেন। শুধু তাই নয়, সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে তিনি নিজের সিএম অফিসের কর্মীদের হোম কোয়ারান্টিনে দু সপ্তাহ থাকার পরামর্শ দিয়েছেন।
साथियों,
कैबिनेट के मेरे साथी मंत्री श्री मिथिलेश ठाकुर जी एवं हमारे दल के विधायक आदरणीय श्री मथुरा महतो जी कोरोना संक्रमित पाये गए हैं।
दोनो साथी अभी सरकारी अस्पताल में इलाजरत हैं। एहतियात के तौर पर आज से अगले कुछ दिनो के लिए मैं भी self- isolation में रहूँगा, पर 1/2
— Hemant Soren (घर में रहें - सुरक्षित रहें) (@HemantSorenJMM) July 8, 2020
সোরেনেরও কোভিড টেস্ট করা হয়েছে। ফল প্রকাশিত হবে শীঘ্রই। নিজের ট্যুইটার হ্যান্ডেলে সোরেন বলেছেন, ‘আমার ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিধায়ক মথুরা মাহাতো কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। ওঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমি যেহেতু কাজের সূত্রে ওঁদের সঙ্গে নিয়মিত ওঠাবসা করেছি, তাই সাবধানতা হিসেবে কয়েকদিন হোম কোয়ারান্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।‘ সোরেন আরও লিখেছেন, ‘আমার প্রিয় রাজ্যবাসীকে বলছি, সকলে সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। রাস্তা-ঘাটে ভিড় করবেন না। মুখে অবশ্যই মাস্ক বা কাপড় বেঁধে পথে নামুন।‘ খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















