জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: টানা জেরাতেও নিরুত্তাপ ধৃত উৎপল, দাবি পুলিশ সূত্রে, গ্রেফতার বন্ধু সৌভিকও
এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়া দাড়াল ৩।
মুর্শিদাবাদ: টানা জেরাতেও নিরুত্তাপ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে ধৃত উৎপল বেহরা। এমনটাই খবর পুলিশ সূত্রে। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাড়াল ৩। বুধবার গ্রেফতার করা হয়েছে নিহত শিক্ষক বন্ধুপ্রকাশের বন্ধু সৌভিক বণিককে। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর থেকেই নির্লিপ্ত রয়েছে অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি, খুনের জন্য ৫ অক্টোবর অস্ত্র কেনে উৎপল বেহরা। ৮ তারিখ পর্যন্ত উৎপলের ব্যাগে ছিল খুনের অস্ত্র। ঠাকুর দেখতেও সঙ্গে অস্ত্র নিয়ে যায় উৎপল। পুলিশ সূত্রে আরও দাবি, জেরায় ধৃত উৎপল জানিয়েছে, দেখামাত্রই বন্ধুপ্রকাশকে খুন করবে বলে সে মনস্থির করে। এরমধ্যেই, বুধবার নিহত বন্ধুপ্রকাশের বন্ধু সৌভিক বণিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিন আদালতে পেশ করা হলে, তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন বিচারক। সৌভিকের বিরুদ্ধে সাগরদিঘি থানায় প্রতারণা মামলায় অভিযোগ দায়ের করেন বন্ধুপ্রকাশের মামাতো ভাই। এছাড়া, আরও একাধিক ধারায় সৌভিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।