Jharkhand New CM: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ চম্পই সোরেনের
Champai Soren : আগামী ১০ দিনের মধ্যে আস্থা ভোটে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে
রাঁচি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পই সোরেন। রাঁচিতে রাজভবনে শপথ নেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহ সভাপতি। চম্পইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেমন্ত সোরেনকে গ্রেফতার করার দুই দিন পর আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন চম্পই সোরেন। আগামী ১০ দিনের মধ্যে আস্থা ভোটে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
বছর ৬৭-র ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতার ৪৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের জোটে থাকা বিধায়করা তাঁকে সমর্থন জানান। যার মধ্যে অনেকেই আজ তাঁর সঙ্গে শপথ নেন। চম্পই সোরেনের শপথগ্রহণের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে চলতে থাকা সপ্তাহব্যাপী রাজনৈতিক সঙ্কট আপাতত শেষ হল।
চম্পই সোরেন ছয় বারের বিধায়ক ও হেমন্ত সোরেন সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন। গত বুধবার তাঁকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এদিকে চম্পই শপথ নিলেও বিধায়ক কেনাবেচার ভয় তাড়া করছে জেএমএম-কংগ্রেস জোটকে।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধায়সভায় জেএমএম-কংগ্রেস ও আরজেডি জোটের রয়েছে ৪৭ জন বিধায়ক। এর মধ্যে ২৯ জন জেএমএমের, কংগ্রেসের বিধায়ক ১৭ জন এবং আরজেডির এক বিধায়ক রয়েছেন। অন্যদিকে, বিজেপির রয়েছে ২৫ জন বিধায়ক। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিউয়নের রয়েছে ৩ বিধায়ক। এছাড়া এক জন করে বিধায়ক রয়েছে এনসিপি ও বামেদের। নির্দল বিধায়ক রয়েছেন তিন জন।
হেমন্ত সোরেনের গ্রেফতারি-
লোকসভা নির্বাচনের মুখে মোদি বিরোধী 'INDIA' জোটের একের পর এক শরিক দলের প্রধান কিংবা তাঁদের ছেলে-নাতিদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ED। এরইমধ্য়ে বড়সড় পদক্ষেপ করে তারা। 'INDIA' জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান মুখ এবং ঝাড়খণ্ডের সদ্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ED। গ্রেফতারের ঠিক আগের মুহূর্তে রাজভবনে গিয়ে মুখ্য়মন্ত্রী পদে ইস্তফা দেন শিবু সোরেন পুত্র হেমন্ত। জমি দুর্নীতিতে জড়িত অভিযোগে লোকসভা ভোটের মুখে তাঁকে ধরে কেন্দ্রীয় এজেন্সি। এ বছরই ঝাড়খণ্ডে বিধানসভা ভোটও। তার ঠিক আগেই ঝাড়খণ্ডে মোদি বিরোধী জোটের প্রধান মুখ এবং শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ED।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে