Joe Biden Wins US Elections: "ভারত-মার্কিন সম্পর্ককে দৃঢ় করতে আপনার ভূমিকা অমূল্য..", জো বাইডেন, কমলা হ্যারিসকে ট্যুইটে শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদির
হ্যারিসের উদ্দেশে মোদি লেখেন, "আপনার এই সাফল্যে কেবলমাত্র আপনার সম্প্রদায় নয়, সমগ্র ইন্দো-মার্কিনীদের কাছেও গর্বের.."
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে ট্যুইট নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর ট্যুইট, চমকপ্রদ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস-প্রেসিডেন্ট থাকাকালীন ভারত-মার্কিন সম্পর্ককে দৃঢ় করতে আপনার ভূমিকা অমূল্য ও অনস্বীকার্য। দুজনে মিলে একসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে ফের একবার কাজ করতে মুখিয়ে আছি।
Congratulations @JoeBiden on your spectacular victory! As the VP, your contribution to strengthening Indo-US relations was critical and invaluable. I look forward to working closely together once again to take India-US relations to greater heights. pic.twitter.com/yAOCEcs9bN
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্দো-মার্কিন সম্পর্ককে জোরদার করতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য। ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করতে আবারও একত্রে কাজ করার অপেক্ষায় রয়েছি। প্রধানমন্ত্রী লেখেন, আপনার সাফল্য নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আপনার এই সাফল্যে কেবলমাত্র আপনার সম্প্রদায় নয়, সমগ্র ইন্দো-মার্কিনীদের কাছেও গর্বের। আমি আশাবাদী, আপনার সমর্থন ও নেতৃত্বে প্রাণবন্ত ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হবে।
Heartiest congratulations @KamalaHarris! Your success is pathbreaking, and a matter of immense pride not just for your chittis, but also for all Indian-Americans. I am confident that the vibrant India-US ties will get even stronger with your support and leadership.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020