এক্সপ্লোর
Advertisement
Kangana Ranaut: কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলায় খুন, ধর্ষণের হুমকি! অভিযোগ কঙ্গনার
নানা সময়ে বিতর্কে জড়ানো বলিউডের ক্যুইন ভিডিয়োয় বলেছেন, ‘আন্দোলনকে কব্জা করার চেষ্টা করছে সন্ত্রাসবাদীরা। কী ভাবে সেটা হতে দিচ্ছেন? তাদের বিরুদ্ধে কিছু নতুন করে বলার নেই আমার। কারণ আমি তো জানিই যে, তারা চায়, ছিন্নভিন্ন হয়ে যাক এই দেশটা। কিন্তু দেশের সরল কৃষকরা কেন এটা হতে দিচ্ছেন, সেটা ভেবেই অবাক হচ্ছি।
মুুম্বই: কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে নাকি অবিরত ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন কঙ্গনা রানাউত। প্রিয়ঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জকে আক্রমণ করা হয়েছে তাঁর নয়া ভিডিয়োয়। তাঁর কথায়, ‘‘সবসময় শুধু আমার দেশপ্রেম নিয়েই প্রশ্ন ওঠে। কই, প্রিয়ঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জ-এদের দিকে তো আঙুল তোলা হয় না! আমি মনে করি, ওঁদের উদ্দেশ্য ও নীতি নিয়েও এবার প্রশ্ন তোলা হোক।’
Here’s the video I promised, watch when you can ???? pic.twitter.com/0YZxfQfwB2
— Kangana Ranaut (@KanganaTeam) December 19, 2020
নানা সময়ে বিতর্কে জড়ানো বলিউডের ক্যুইন ভিডিয়োয় বলেছেন, ‘আন্দোলনকে কব্জা করার চেষ্টা করছে সন্ত্রাসবাদীরা। কী ভাবে সেটা হতে দিচ্ছেন? তাদের বিরুদ্ধে কিছু নতুন করে বলার নেই আমার। কারণ আমি তো জানিই যে, তারা চায়, ছিন্নভিন্ন হয়ে যাক এই দেশটা। কিন্তু দেশের সরল কৃষকরা কেন এটা হতে দিচ্ছেন, সেটা ভেবেই অবাক হচ্ছি।‘
কঙ্গনার সংযোজন, এই আন্দোলন নিয়ে যে আমি কথা বলব সে ব্যাপারে আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম। আমি চেয়েছিলাম, কৃষক আন্দোলনের আসল উদ্দেশ্য যত দিন না সামনে আসছে, আমি কিছু বলব না। ঠিক যেমনটা শাহিনবাগের ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু গত ১০-১২ দিন ধরে আমি অনলাইনে যে পরিমাণ ধর্ষণ, খুনের হুমকি পাচ্ছি, তাতে আমি ঠিক করেছি, এই ব্যাপারটায় নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হওয়া জরুরি।’ আর তাঁর মূল প্রশ্ন এটাই,কেন প্রিয়ঙ্কা চোপড়া, দিলজিতের দিকে আঙুল তোলা হচ্ছে না? কেন বারবার তাঁকেই প্রশ্ন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত চার সপ্তাহ ধরে কৃষক আন্দোলন নিয়ে দেশ উত্তাল। পঞ্জাব ও হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যের কৃষকরা নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। পঞ্জাব ও মুম্বইয়ের নামী স্টারদের একাংশ কৃষকদের সমর্থনে সোচ্চার হয়েছেন। আর সেই প্রতিবাদকেই ‘ দেশদ্রোহী’ কাজ হিসাবে বর্ণনা করে কঙ্গনা বারবার নেট দুনিয়ায় দিলজিতের তোপের মুখে পড়েছেন। সেই বিষয়েই আরও একবার সরব হলেন কঙ্গনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement