এক্সপ্লোর
Advertisement
গোটা বিশ্ব আমাকে চায়, শুধু একজনের হব কেন? বিয়ে একটা ফাঁদ, বললেন কঙ্গনা
বিয়ে করলে আবেগের দিক থেকে, আর্থিক ও আত্মিকভাবে সঙ্গীর পাশে থাকা উচিত বলে কঙ্গনা মনে করেন। যদি এই সব দিকে সমস্যা না থাকে, তবে বিয়ে করা যেতেই পারে।
মুম্বই: কঙ্গনা রানাওয়াত মানেই চমক। একের পর এক চমকপ্রদ বিবৃতি দিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি। আর এবার কঙ্গনা মুখ খুলেছেন বিয়ে নিয়ে। বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, গোটা বিশ্ব যখন আমাকে চায়, তখন শুধু শুধু একজনের হয়ে থাকব কেন?
আগামী ছবি পাঙ্গা-র প্রমোশনে দারুণ ব্যস্ত কঙ্গনা। তার মধ্যে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় ছবির পরিচালক অশ্বিনী আয়ার তিওয়ারি ও তাঁর স্বামী নীলেশ তিওয়ারির সফল বৈবাহিক জীবন ও বিয়ে সম্পর্কে তাঁর মনোভাব নিয়ে। জবাবে কঙ্গনা বলেন, জীবন যখন এভাবে চলছে, তখন মাঝে মধ্যে ভাবি, সারা বিশ্ব তো আমাকে চায়, আমি কেন শুধু একজনের হয়ে রয়ে যাব? তা ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে জীবন গড়িয়েছে তাতে এখন আমি সম্পূর্ণ স্বাধীন। বিয়ে একটা ফাঁদ বলে মনে হয়। একাই যখন এত ভাল থাকতে পারছি, তখন বিয়ের কোনও অর্থ হয় না, তাই না? ...
বিয়ে করলে আবেগের দিক থেকে, আর্থিক ও আত্মিকভাবে সঙ্গীর পাশে থাকা উচিত বলে কঙ্গনা মনে করেন। যদি এই সব দিকে সমস্যা না থাকে, তবে বিয়ে করা যেতেই পারে। আর যদি তা নাও হয়, তাহলেও নিজের অস্তিত্ব সংকটে ভোগা উচিত নয়। তাঁর বোন রঙ্গোলি ও তার স্বামীর মধ্যে দারুণ বোঝাপড়া, যেমন ভাল সম্পর্ক পাঙ্গা-র পরিচালক অশ্বিনী ও তাঁর স্বামী নীলেশের মধ্যে। এমন বোঝাপড়া থাকলে তাঁরও বিয়েতে আপত্তি নেই। কঙ্গনা বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement