৮০০ কোটি টাকার বেনামী সম্পত্তির মালিক, দাবি ইডির, ১৭ তারিখ পর্যন্ত ফের হেফাজতে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার
বিচারক বলেন, শিবকুমারের শরীর-স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

বেঙ্গালুরু: ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে পাঠানো হল কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে। তবে, ধৃতের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিশেষ বিচারক অজয় কুমার কুহার তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন, আগে শিবকুমারের শারীরিক পরীক্ষা করে তবেই যেন তাঁকে জেরা করা হয়। বিচারক বলেন, শিবকুমারের শরীর-স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। এদিন শিবকুমারকে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে সওয়াল করে বিশেষ সিবিআই আদালতের শুনানিতে এই কং নেতার পাঁচদিনের হেফাজত চায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, শিবকুমার সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি, তাঁর প্রচুর পরিমাণ বেনামী সম্পত্তি রয়েছে। এর আগে, গত ৩ সেপ্টেম্বর শিবকুমারকে গ্রেফতার করে ইডি। পরের দিন তাঁকে ৯ দিনের হেফাজতে পাঠায় আদালত। সেই সময়সীমা শেষ হওয়ার পর এদিন তাঁকে ফের আদালতে পেশ করে ফের হেফাজতের দাবি করে ইডি। সেখানে ইডি-র হয়ে সওয়াল করে সলিসিটর জেনারেল কে এম নটরাজ বলেন, শিবকুমারের বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে যে অসৎ উপায়ে তিনি ২০০ কোটি টাকার বেশি অর্থ গচ্ছিত করেছেন। এর পাশাপাশি, আরও ৮০০ কোটি টাকার বেনামী সম্পত্তি রয়েছে তাঁর। সরকারি কৌঁসুলির দাবি, শিবকুমার এমন সব প্রশ্নের উত্তর চেপে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, যার জবাব স্রেফ তাঁর কাছে রয়েছে। সওয়াল শুনে বিচারকের মন্তব্য, আমার বিশ্বাস আগামী পাঁচদিনেও তিনি কিছু বলবেন না। তাহলে কেন হেফাজত চাইছেন? অপরদিকে, শিবকুমারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পাল্টা বলেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা স্থিতিশিল নয়। তাঁর এই সময়ে হাসপাতালে থাকা উচিত। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। সবপক্ষের বক্তব্য শোনার পর আদালত শিবকুমারকে ১৭ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়ে দেন।






















