Karnataka News: মাছ চুরির দায়ে গাছে হাত-পা বেঁধে পরপর চড়, বেধড়ক মার মহিলাকে ! গ্রেফতার ৪
Karnataka Woman Assaulted: মহিলাকে গাছে বেঁধে পরপর চড় মেরে চলছেন কয়েকজন লোক। এমনকী তাঁর চারপাশে বহু লোক দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। জনসমক্ষেই অত্যাচার করা হয় সেই মহিলার উপরে।

Viral News: মাছ চুরির দায়ে মহিলাকে গাছে বেঁধে বেড়ক মারল গ্রামবাসীরা। জনসমাগমের মধ্যেই মহিলার উপরে অত্যাচার চলল আর এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪ জন। বুধবার ১৯ মার্চ এই ঘটনা প্রকাশ্যে এসেছে। আর মহিলাকে এই অত্যাচারের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। জনসমক্ষে মহিলাকে এভাবে অত্যাচার করা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।
রিপোর্ট অনুসারে, ১৮ মার্চ এই ঘটনা ঘটেছে। কর্ণাটকের উদুপীর মালপে-তে একটি মাছ ধরার বন্দরের ঘটনা এটি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলাকে গাছে বেঁধে পরপর চড় মেরে চলছেন কয়েকজন লোক। এমনকী তাঁর চারপাশে বহু লোক দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। জনসমক্ষেই অত্যাচার করা হয় সেই মহিলার উপরে। আর এত অত্যাচারের পরেও কেউ এটি আটকাতে এগিয়ে আসেননি। পুলিশসূত্রে এমনটাই জানা গিয়েছে।
আর এই ভাইরাল ভিডিয়োটি দ্রুত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার দৃষ্টি আকর্ষণ করে, তিনি এই ঘটনার বিরোধিতা করে কঠিন সাজা দেওয়ার দাবি জানিয়েছেন এবং অপরাধের সাজা দিতে আইন নিজের হাতে তুলে নেওয়াকে কটাক্ষও করেছেন তিনি। এই ঘটনার ভিডিয়ো দেখে তিনি খুবই আশ্চর্য হয়েছেন এবং এই ঘটনাকে 'অমানবিক' বলে আখ্যা দিয়েছেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডলে নিজের প্রোফাইলে লেখেন, 'যে কারণেই হোক না কেন, এভাবে কোনও মহিলার হাত-পা বেঁধে তাঁর উপর অত্যাচার করা নিতান্তই অমানবিক। একইসঙ্গে এটি গুরুতর অপরাধ। এই বর্বরোচিত ব্যবহার কর্ণাটকের মত ভদ্র সভ্য রাজ্যে একেবারেই অনভিপ্রেত। আমাদের রাজ্যে পুলিশ বিভাগ রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, চুরি সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে তারা বিচার করবে।'
তিনি সতর্ক করেছেন যে সরকার কখনই এমন অমানবিক আচরণকে প্রশ্রয় দেবে না। পুলিশ কর্মরত ওয়াকিবহাল থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নেওয়াটা অন্যায়। কোনও অভিযোগ দায়ের হলে পুলিশ সেই ঘটনায় অভিযুক্তকে আইন মেনে সাজা দেবেন। সিদ্ধারামাইয়া পুলিশকে এই ঘটনার ব্যাপারে বিশদে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।
উদুপীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট অরুণ কে জানিয়েছেন যে অত্যাচারিতের নাম লক্ষ্মী বাই, তিনি বিজয়নগর জেলার বাসিন্দা। স্থানীয়দের দাবি যে তিনি বন্দর থেকে মাছ চুরি করেছিলেন। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মহিলার উপর অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখনও এই ঘটনায় তদন্ত করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
