Kashmir News : 'ধন্যবাদ পাকিস্তান' দেশে বসেই পহেলগাঁও হামলার প্রশংসা সোশ্যাল মিডিয়ায় ! গ্রেফতার
Pahalgam incident : দেশের মাটিতে বসেই X- হ্যান্ডেল থেকে তারিফ করলেন পাকিস্তান এবং লস্কর-ই-তৈবার ।

রাঁচি: জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। ২৬ জনের মৃত্যু হয়েছে। শোকে স্তব্ধ সারা দেশ। ২০০৮ এর পর থেকে এভাবে সাধারণের উপর জঙ্গি হামলার ঘটনা দেখা যায়নি। কিন্তু সেটাই ঘটন ২২ এপ্রিল ভূস্বর্গে। নিরস্ত্র, নিরপরাধ হিন্দু পর্যটকদের উপর বেছে বেছে চলেছে হামলা। ঝাঁঝরা করে দেওয়া হয়েছে শরীর। সারা পৃথিবী ঘটনার নিন্দা করেছে। আর সেখানে এক ব্যক্তি ভারতের মাটিতে বসে প্রশংসা করলেন পাকিস্তান এবং লস্কর-ই-তৈবার।
কী পোস্ট
বুধবার ঝাড়খণ্ডের বোকারো জেলার একজন এমন কাণ্ড ঘটিয়ে গ্রেফতার হলেন। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এই ব্যক্তি। X- হ্যান্ডেলে তিনি লেখেন, পাকিস্তান এবং লস্কর-ই-তৈবার প্রশংসাবাক্য। সারা ভারত যেখানে শোকে ডুবে, সেখানে দেশের মাটিতে বসেই নিজের X- হ্যান্ডেল থেকে তারিফ করলেন পাকিস্তান এবং লস্কর-ই-তৈবার প্রশংসার। নিজেকে এক্স হ্যান্ডেলে, ইসলামিক ল-ইয়ার বলে দাবি করা ওই ব্যক্তি উর্দুতে লেখেন, 'ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ, লস্কর-ই-তৈয়বা, আল্লাহ আপনাদের সর্বদা মঙ্গল করুন, আমিন, আমিন।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, আরএসএস , বজরং দল, বিজেপি আর মিডিয়াকে টার্গেট করা হলে খুশি হতাম। '
কে এই ব্যক্তি
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মহম্মদ নওশাদ। ওই ব্যক্তি X- পোস্টে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান এবং লস্কর-ই-তৈয়বার প্রশংসা করেন বলে অভিযোগ। বালিডি থানার আওতাধীন মিল্লাত নগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলে জানা গিয়েছে।
গ্রেফতার মধ্যপ্রদেশেও
হামলার পর ফেসবুকে উস্কানিমূলক পোস্ট পোস্ট করার অভিযোগে মধ্যপ্রদেশের দামোহ জেলা থেকেও দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । পুলিশ মনে করেছে, এই ধরনের পোস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। এই ঘটনার ফলে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ডিজিটাল মাধ্যমেও নজর রাখছে পুলিশ। এফআইআর) অনুসারে, ২৩শে এপ্রিল ওয়াসিম খান এবং তনভীর কুরেশি নামে দুই ব্যক্তি দুটি আপত্তিকর পোস্ট করে। মনে করা হচ্ছে,কাশ্মীরের ঘটনার উল্লেখ করে ওই পোস্টগুলি এক ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দিতে পারে।
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, যাঁদের বেশিরভাগই পর্যটক। আর প্রায় প্রত্যেককেই ধর্মের ভিত্তিতে বেছে বেছে মারা হয় বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে। সেই সঙ্গে আরও জানা যায়, জঙ্গিদের আক্রোশের কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ একাধিক মানুষকে জিগ্যেস করা হয়, তুমি মোদির লোক ? প্রশ্ন করেই খুন করে দেওয়া হয়। এইরকম নিন্দনীয় একটি বিষয়ে পাকিস্তান ও জঙ্গি সংগঠনের পক্ষ নেওয়ায় গ্রেফতার হন ওই ব্যক্তি। উল্লেখ্য, ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF।






















