Kashmir Attack : কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা !অমরনাথ যাত্রার আগে গুলিতে ঝাঁঝরা পর্যটকরা
Kashmir News : কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক।

শ্রীনগর : ভূস্বর্গে আতঙ্ক। ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি। কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা।
এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পর্যটকরা
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক। সূত্রের খবর, এই সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন চার জন। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ছড়িয়েছে আতঙ্কের পরিবেশ। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে নেমেছে সেনা।
জঙ্গিদের গুলিবর্ষণে ৪ জন আহত
পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। নিরাপত্তা বাহিনীর দল এখনও পর্যন্ত কাউকে পাল্টা আঘাত করেনি। পরিস্থিতি পর্যালোচনা করছে। জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সূত্রের খবর,আহত পর্যটকরা রাজস্থান থেকে এসেছিলেন। কাশ্মীরে এই সময়টা পর্যটনের মরসুম। গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে। ভূস্বর্গে পর্যটকের ঢল। সেই সঙ্গে অমরনাথ যাত্রার জন্য জড়ো হচ্ছেন তীর্থযাত্রীরা। তারই মাঝে এই হামলা হওয়ায় দেশ জুড়ে পর্যটকদের মধ্যেই ছড়াচ্ছে আতঙ্ক। এই হামলার পেছনে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের উস্কানি?
সরকারি সূত্রের খবর, সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হিন্দুদের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তব্য করেন। এর পরপরই এই হামলা। সামনেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তাই এই হামলায় আরও আতঙ্ক ছড়িয়েছে।
২০১৭ সালে অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল সাতজনের। আহত হন ১৯ জন। নিহতদের মধ্যে ৫ জন ছিলেন গুজরাতের এবং ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা।
মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা।তাছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF।






















