Viral Video: শ্রীনগরের ডাল লেকে পর্যটকদের নিয়ে উল্টে গেল শিকারা! ভয়ঙ্কর সেই ভিডিও দেখে কাঁপছে নেটিজেনরা
Srinagar Dal Lake Shikara Overturns: জানা গিয়েছে রাজস্থান থেকে কাশ্মীর ট্রিপে গিয়েছিলেন ওই পরিবারটি।

নয়া দিল্লি: দেশজুড়ে চড়ছে তাপমাত্রার পারদ। তবে কাশ্মীরে এখনও মনোরম আবহাওয়া, বরফ, কোনও কোনও জায়গায় তুষারপাতও হচ্ছে। শীতের আমেজ পেতে তাই জম্মু-কাশ্মীরে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। ডাল লেকে শিকারায় চড়ে নৈসর্গিক পরিবেশ করছেন বহু পর্যটক। কিন্তু এর মাঝেই ছন্দপতন। গত সপ্তাহেই আবহাওয়া খারাপ থাকায় প্রবল হাওয়ায় ডাল লেকে উল্টে গেল একটি শিকারা। মাঝি সহ চার জন পর্যটক লেকের জলে পড়ে যান। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
যদিও ওই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় নৌকাচালকরা তড়িঘড়ি সেখানে পৌঁছে সকলকেই উদ্ধার করে। জানা গিয়েছে রাজস্থান থেকে কাশ্মীর ট্রিপে গিয়েছিলেন ওই পরিবারটি। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-কে শিকারার মালিক মহম্মদ আসলাম জানান যে নৌকায় রাজস্থান থেকে আসা একদম পর্যটক ছিলেন। হঠাৎ হাওয়ার বেগ প্রবল হওয়ায় শিকারা উল্টে যাত্রীরা লেকের জলে পড়ে যায়। তবে সকলকে উদ্ধার করা গিয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
Shikara capsizes in Dal Lake; 4 family members rescued safely.#Kashmir #dallak pic.twitter.com/fPE1PF055o
— Khalid Dar (@KhalidDar123) April 16, 2025
এও জানা গিয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একে হাওয়ার দাপট বেশি ছিল এর উপর শিকারার মধ্যে হাটাচলা করছিলেন পর্যটকরা। ফলে টাল সামলাতে পারেনি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় তা খতিয়ে দেখছে প্রশাসন। এমনকি শিকারাটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বৃষ্টিপাতের ফলে উপত্যকা জুড়ে তাপমাত্রা কমেছে অনেকটাই। শ্রীনগর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে যে গুলমার্গে ৭.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শ্রীনগরে, তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা আগের দিনের ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কম।
কাশ্মীর ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ হল ডাল লেকের শিকারায় চড়া। কিছু কিছু শিকারা এক একটা হাউসবোট, অর্থাৎ সেখানেই আপনি এক দু’দিন কাটিয়ে দিতে পারবেন। এদিকে, অনলাইন অ্যাপের মাধ্যমে এখন যেমন গাড়ি বুক করা সহজ, ঠিক তেমনই এবার থেকে ডাল লেকের শিকারা বুক করা যাচ্ছে। ভারতে প্রথমবার এমন অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা চালু হল। আমজনতাকে এই সুযোগ করে দিচ্ছে উবের। এখনও পর্যন্ত শিকারায় উঠতে গেলে দরদাম করতে হয় পর্যটকদের। কিন্তু অ্যাপ চলে আসায় সেটাও আর করতে হবে না। নিজের পছন্দ অনুযায়ী সময়ে আগে থেকে শিকারা ভাড়া করে রাখা যাবে। অন্তত ১৫ দিন আগেই তা বুক করতে পারবেন পর্যটকরা।






















