এক্সপ্লোর
Advertisement
কওন বনেগা ক্রোড়পতি: রামায়ণ সংক্রান্ত এই প্রশ্নের জবাব দিতে না পেরে মহিলা ছাড়লেন শো
এই প্রশ্নের জবাব দিতে পারেননি সীমা, তাঁকে হট সিট ছাড়তে হয়।
মুম্বই: কওন বনেগা ক্রোড়পতি ১২-এর শেষ এপিসোডে এক কাণ্ড ঘটেছে। সীমা কুমারী নামে এক মহিলা বড় অঙ্কের অর্থ জেতার লক্ষ্যে খেলছিলেন কিন্তু রামায়ণ নিয়ে এক প্রশ্নে তাঁকে গেম ছাড়তে হল।
সীমা তাঁর স্বামীকে নিয়ে এসেছিলেন কেবিসি-র সেটে। ৬ লাখ ৪০ হাজার টাকা জিতেও নেন তিনি। কিন্তু একটি প্রশ্নের জবাব দিতে পারেননি। প্রশ্নটি হল-
বাল্মিকী রামায়ণ অনুযায়ী অপহরণের সময় সীতা দেবী কী রঙের পোশাক পরেছিলেন? হনুমান তাঁকে অশোক বনে সেই বস্ত্রেই দেখেন।
১.লাল
২.হলুদ
৩.গোলাপি
৪. নীল
এই প্রশ্নের জবাব দিতে পারেননি সীমা, তাঁকে হট সিট ছাড়তে হয়। যদিও পরে অনুষ্ঠান সঞ্চালক অমিতাভ বচ্চন জানিয়ে দেন, ঠিক উত্তর হলুদ।
অনুষ্ঠানে এসে সীমা তাঁর স্বামীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। শুনে বিগ বি বলেন, অনেক মহিলা শো-তে এসে স্বামীর নিন্দা করেছেন আর আপনি যেভাবে স্বামীর প্রশংসা করছেন, তাতে আমি অবাক। সীমা জানিয়েছেন, তাঁর স্বামী সন্তানকে দেখাশোনার জন্য নিজের চাকরি ছেড়ে দেন, যাতে স্ত্রী চাকরি করতে পারেন। সে সময় তাঁর বন্ধুরা তাঁকে বিদ্রূপ করেছিল, বৌয়ের পয়সায় খাবেন বলে। কিন্তু সে সবে তিনি কান দেননি। শুনে অমিতাভ এই দম্পতির উচ্ছ্বসিত প্রশংসা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement