এক্সপ্লোর
Advertisement
দিল্লি হিংসায় নিহত আইবি কর্মী অঙ্কিত শর্মার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেজরিবাল সরকারের
উত্তরপূর্ব দিল্লিতে অশান্তি, হিংসা সবচেয়ে বেশি হয়েছে যেখানে যেখানে, তার অন্যতম চাঁদবাগে থাকতেন অঙ্কিত। ২৬ বছর বয়সি অফিসারের পরিবার আঙুল তুলেছেন তাহির হুসেনের দিকে। যদিও আপ নেতাটি সব অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, তাঁর বাড়িতেই হামলা হয়েছিল, অঙ্কিত খুন হওয়ার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
নয়াদিল্লি: দিল্লির সাম্প্রতিক অশান্তি, হিংসায় নিহত ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মী অঙ্কিত শর্মার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন অরবিন্দ কেজরিবাল। গত বুধবার সকালে অঙ্কিতের দেহ পাওয়া গিয়েছিল নালা থেকে। তাঁর হত্যা ঘিরে ব্যাপক আলোড়নও হয়। এর পিছনে দিল্লির ক্ষমতাসীন দল আমআদমি পার্টি (আপ) স্থানীয় কাউন্সিলর তাহির হুসেনের হাত থাকার অভিযোগ উঠেছে।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবাল ট্যুইট করেন, অঙ্কিত শর্মা ছিলেন সাহসী আইবি অফিসার। দাঙ্গায় তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দেশ ওঁদের নিয়ে গর্বিত। দিল্লি সরকার তাঁর পরিবারকে ১ কোটি টাকা সাহায্য ও পরিবার সদস্যদের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওঁর আত্মা শান্তি পাক।
अंकित शर्मा IB के जाँबाज़ अधिकारी थे। दंगो में उनका नृशंस तरीक़े से क़त्ल कर दिया गया। देश को उन पर नाज़ है। दिल्ली सरकार ने तय किया है कि उनके परिवार को 1 करोड़ की सम्मान राशि और उनके परिवार के एक व्यक्ति को नौकरी देंगे। भगवान उनकी आत्मा को शांति दें।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 2, 2020
উত্তরপূর্ব দিল্লিতে অশান্তি, হিংসা সবচেয়ে বেশি হয়েছে যেখানে যেখানে, তার অন্যতম চাঁদবাগে থাকতেন অঙ্কিত। ২৬ বছর বয়সি অফিসারের পরিবার আঙুল তুলেছেন তাহির হুসেনের দিকে। তাঁর ভাই অঙ্কুরের দাবি, অঙ্কিত গত মঙ্গলবার বিকালে অফিস থেকে বাড়ি ফিরে এলাকায় কী ঘটছে, খোঁজ নিতে বেরিয়ে আর ফেরেননি। আট ঘন্টা খোঁজাখুঁজির পর তাঁর নিথর দেহ পাওয়া যায় তাহিরের বাড়ির কাছের নালায়। অঙ্কিতকে একটি বাড়ির ভিতর টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাহিরের প্ররোচনায় উত্তেজিত জনতা তাঁকে মেরে ফেলে বলে অভিযোগ তাঁর পরিবারের। তাঁরা এ ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছেন।
যদিও আপ নেতাটি সব অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, তাঁর বাড়িতেই হামলা হয়েছিল, অঙ্কিত খুন হওয়ার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
অঙ্কিত কাজ করতেন আইবি-র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তাঁর বাবা কাজ করেন দিল্লি পুলিশের এএসআই পদে।
দিল্লির হিংসায় রতন লাল নামে দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলও প্রাণ হারান। তাঁর পরিবারকেও ১ কোটি টাকা দেবে বলে গত সপ্তাহে ঘোষণা করেছে দিল্লি সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement