West Bengal Weather Updates: অবাধ উত্তুরে হাওয়া, আরও নামল পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? জানাল আবহাওয়া দফতর
West Bengal Weather Forecast: রবিবার হালকা শীতের আমেজ কলকাতা-সহ জেলাগুলিতে।
সত্যজিৎ বৈদ্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সপ্তাহান্তে হালকা শীতের আমেজ রাজ্যে। আগামী সপ্তাহ জুড়েও এমন আবহাওয়াই থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পারদ পতনের সঙ্গে সঙ্গে উত্তুরে হাওয়াই বইছে। সব মিলিয়ে মনোরম পরিবেশ এই মুহূর্তে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রা। (West Bengal Weather Updates)
রবিবার হালকা শীতের আমেজ কলকাতা-সহ জেলাগুলিতে। এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত পড়েনি যদিও, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতন হয়েছে অনেকটাই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশার দাপটও ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৯৩ শতাংশ। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকাল থেকে কুয়াশার দাপটও রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। তবে কুয়াশার সঙ্গে ধোঁয়াশার দাপটও চোখে পড়ছে একাধিক জায়গায়। ফলে দূষণ নিয়ে মাথাব্যথার কারণ রয়েই যাচ্ছে। (West Bengal Weather Forecast)
অবাধ উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আরও খানিকটা নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপমাত্রা নেমেছে উত্তরবঙ্গেও। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকছে। (Kolkata Weather Updates)
Weather Forecast for West Bengal dated 16.11.2024: pic.twitter.com/B51O7EeGqS
— IMD Kolkata (@ImdKolkata) November 16, 2024
তাপমাত্রায় পতনের পাশাপাশি, উত্তুরে হাওয়াও বইছে। পশ্চিমের জেলাগুলিতে একধাক্কায় অনেকটা নেমে গিয়েঠে তাপমাত্রা। এদিন সকালে পানাগড়ের তাপমাত্রা নেমে যায় ১৪-১৫ ডিগ্রিতে। শীতবস্ত্র গায়ে দিয়েই বাড়ি থেকে বেরোন স্থানীয়রা। আগামী দু'দিনে তাপমাত্রা আরও নামতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। সেখানকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ থাকবে বাকি জেলা গুলিতেও। উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী সপ্তাহ জুড়ে এই হালকা শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাড় কাঁপানো ঠান্ডায় দেরি আছে এখনও।