উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, সপ্তাহান্তে লকডাউন জারি কেরল সরকারের
১৫ জুলাই রাত ১২টা থেকেই জারি হবে নয়া করোনা বিধি। ১৭ জুলাই এবং ১৮ জুলাই লকডাউন থাকবে রাজ্যজুড়ে।
![উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, সপ্তাহান্তে লকডাউন জারি কেরল সরকারের Kerala To Observe Weekend Lockdown On July 17 -18 As Covid Cases Rise উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, সপ্তাহান্তে লকডাউন জারি কেরল সরকারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/6afd202d2a0cf0c1005028458ab98547_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এখনও কাটেনি দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। ফের বাড়ছে সংক্রমণ। আর এই আবহে এবার সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল কেরল সরকার। ১৫ জুলাই রাত ১২টা থেকেই জারি হবে নয়া করোনা বিধি। ১৭ জুলাই এবং ১৮ জুলাই লকডাউন থাকবে রাজ্যজুড়ে।
কীভাবে এই লকডাউন জারি করা হবে?
- প্রশাসন সূত্রে খবর, টেস্টে পজ়িটিভিটি রেট অর্থাৎ টিপিআর-এর ভিত্তিতে স্থানীয়ভাবে বিধিনিষেধ জারি করা এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।
- যেসব এলাকায় টেস্টে পজ়িটিভিটি রেট ৫ শতাংশ সেগুলি 'A' ক্যাটাগরির আওতায়। লকডাউনের দিনগুলি বাদে বাকি দিন সংশ্লিষ্ট এলাকায় খোলা থাকবে সব দোকান।
- যেসব এলাকায় টেস্টে পজ়িটিভিটি রেট ১০ শতাংশ সেগুলি 'B' ক্যাটাগরির আওতায়। লকডাউন পর্বে বন্ধ থাকবে সব দোকান। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন দোকান খোলা থাকবে প্রতিদিন। সোমবার, বুধবার, শুক্রবার রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য দোকান।
- টেস্টে পজ়িটিভিটি রেট ১৫ শতাংশ, সেই এলাকাকে রাখা হবে 'C' ক্যাটাগরির আওতায়। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন দোকান খোলা থাকবে প্রতিদিন। অন্যান্য দোকান খোলা থাকবে শুধুমাত্র শুক্রবার।
- ১৫ শতাংশের বেশি টেস্টে পজ়িটিভিটি রেট সেই এলাকাগুলি থাকবে 'D' ক্যাটাগরির আওতায়। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা থাকবে।
ঠিক যে সময়ে অন্যান্য রাজ্যে সংক্রমণ কমছে সেই সময়ে কেরলে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তাতেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, 'A', 'B' এবং 'C' ক্যাটাগরির আওতায় দোকান খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। ১৭ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে। মঙ্গলবার কেরলের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৩৯। মৃত্যু হয়েছে ১২৪ জনের। মোট আক্রান্তের সংখ্যআ ৩০ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। জানা গিয়েছে, ১৫ শতাংশের বেশি টেস্টে পজ়িটিভিটি রেট রয়েছে এমন এলাকার সংখ্যা ১৯৬।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)