এক্সপ্লোর
Advertisement
২০১৯-এ কোহলি, ধোনি রোজগার করেন ৩৪৫ কোটি টাকা, সেরা ১০-এর অন্য ক্রিকেটারদের থেকে ১২৫% বেশি রোজগার
ধোনি ও কোহলি দু’জনে মিলেই উপার্জন করেছেন মোট ৩৪৫ কোটি টাকা। এই ২ জনকে বাদ দিয়ে বাকি ৮ ক্রিকেটারের রোজগার ২৮৪ কোটি, অর্থাৎ সেরা ১০-এর অন্য ক্রিকেটারদের থেকে কোহলি-ধোনির রোজগার ১২৫ শতাংশ বেশি।
নয়াদিল্লি: শুধু রানের ক্ষেত্রেই নয়, উপার্জনের দিকেও বিশ্বের এক নম্বর ক্রিকেটার হলেন বিরাট কোহলি। ফোর্বস পত্রিকার সব থেকে বেশি উপার্জনকারী অ্যাথলিটদের তালিকায় তিনিই একমাত্র ভারতীয়। দেখে নিন, উপার্জনের ক্ষেত্রে প্রথম ১০ ক্রিকেটারকে।
প্রথম স্থান অবশ্যই কোহলির। গত বছর তাঁর উপার্জন ১৮৩ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ১৯.৮৪ কোটি টাকা পেয়েছেন তিনি। বিজ্ঞাপন থেকে এসেছে ১৫২ কোটি টাকা। বিসিসিআই বেতন হিসেবে দিয়েছে ৭ কোটি টাকা। টেস্ট, একদিনের ম্যাচ ও ২০/২০ মিলিয়ে গত বছর ৪৪টি ম্যাচ খেলেছেন কোহলি। ৬৪.৬০ গড়ে ২৪৫৫ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংস থেকে পেয়েছেন ১৬.৭৮ কোটি টাকা। ২০টির বেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন দেন ধোনি, সেখান থেকে উপার্জন ১৬৫ কোটি টাকা।
এই ২ জন ছাড়া সেরা ১০-এ বাকি ২ ভারতীয় হলেন যুবরাজ সিংহ ও রোহিত শর্মা। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুবরাজ অবসর নিয়েছেন। কিন্তু রোজগারের ক্ষেত্রে তিনি ৮ নম্বরে, উপার্জন করেছেন ২৬.৬৯ কোটি টাকা। গত বছর আইপিএলে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ানসের হয়ে। নবম স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনিও উপার্জন করেছেন ২৬.৬৯ কোটি টাকা।
ধোনি ও কোহলি দু’জনে মিলেই উপার্জন করেছেন মোট ৩৪৫ কোটি টাকা। এই ২ জনকে বাদ দিয়ে বাকি ৮ ক্রিকেটারের রোজগার ২৮৪ কোটি, অর্থাৎ সেরা ১০-এর অন্য ক্রিকেটারদের থেকে কোহলি-ধোনির রোজগার ১২৫ শতাংশ বেশি। তালিকায় রয়েছেন ৪ অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মিশেল স্টার্ক ও স্টিভ স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল উপার্জন করেছেন ৫৭.২১ কোটি টাকা, তালিকায় তিনি ৩ নম্বরে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৪ নম্বরে রয়েছেন, তাঁর উপার্জন ৪৮.৮২ কোটি টাকা।
দেখে নিন কারা সেরা ১০ ধনী ক্রিকেটার
ক্রিকেটার দেশ উপার্জন
বিরাট কোহলি ভারত ১৮৩ কোটি টাকা
মহেন্দ্র সিংহ ধোনি ভারত ১৬৫ কোটি টাকা
ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ৫৭.২১ কোটি টাকা
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা ৪৮.৮২ কোটি টাকা
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৪১.৯৫ কোটি টাকা
শেন ওয়াটসন অস্ট্রেলিয়া ৩৪.৩২ কোটি টাকা
মিশেল স্টার্ক অস্ট্রেলিয়া ৩০.৫১ কোটি টাকা
যুবরাজ সিংহ ভারত ২৬.৬৯ কোটি টাকা
রোহিত শর্মা ভারত ২৬.৬৯ কোটি টাকা
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ১৮.৩০ কোটি টাকা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement