CPM State Committee:সম্পাদক মন্ডলীতে নতুন মুখ? জল্পনা সিপিএমের বৈঠক ঘিরে
Kolkata News: রাজ্য কমিটির পর এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা। পুরনোদের ছেড়ে যাওয়া জায়গায় নতুন প্রজন্মের একাধিক চেনা মুখ আনা হতে পারে বলে খবর আলিমুদ্দিন সূত্রে।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বৃহস্পতিবার ও শুক্রবার সিপিএমের নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক (meeting)। সেখান থেকেই রাজ্য সম্পাদক মণ্ডলী এবং আরও দায়িত্ব বণ্টন হবে। সূত্রের খবর, এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতে নতুন প্রজন্মকেই গুরুত্ব দিতে চায় সিপিএম।
রাজ্য কমিটির পর এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতেও নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা। পুরনোদের ছেড়ে যাওয়া জায়গায় নতুন প্রজন্মের একাধিক চেনা মুখ আনা হতে পারে বলে খবর আলিমুদ্দিন সূত্রে। সম্প্রতি সিপিএমের (cpim) রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেস শেষ হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে রাজ্য সম্পাদক মণ্ডলীতে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব-সহ ৬টি পদ খালি হয়েছে। সেই পদেই এবার কারা আসবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কাদের নিয়ে আলোচনা:
উত্তরবঙ্গ থেকে দীর্ঘদিন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন অশোক ভট্টাচার্য। এবার তিনি, রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে বিদায় নিয়েছেন। সেখানে দুজনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তাঁদের মধ্য়ে একজন দার্জিলিঙের প্রাক্তন জেলা সম্পাদক জীবেশ সরকার এবং আর একজন দার্জিলিঙের বর্তমান জেলা সম্পাদক সমন পাঠক। সূত্রের খবর, দৌড়ে এগিয়ে রয়েছেন সমন পাঠক। রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন, হুগলি জেলা সিপিএমের সম্পাদক
দেবু ঘোষ। দলের অন্দরে মহম্মদ সেলিমের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। এছাড়াও, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হতে পারেন উত্তর ২৪ পরগনার নেতা সোমনাথ ভট্টাচার্য। আসতে পারেন সিপিএমের মুখপত্রের সম্পাদক দেবাশিস চক্রবর্তী।
এছাড়াও জল্পনা:
রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়ার জল্পনায় নাম ঘোরাফেরা করছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের। নাম উঠে আসছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জু করের। আলোচনায় নাম রয়েছে, পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুশান্ত ঘোষেরও। সূত্রের খবর, কোনও কোনও মহল থেকে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসাবে দলের যুব সংগঠন DYFI’র প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নামও তোলা হচ্ছে। সাধারণত গণসংগঠনের রাজ্য নেতৃত্বকে মূল সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আনা হয় না। সেই প্রথা ভাঙা হলে, DYFI’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষকে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য করা হতে পারে বলে সূত্রের খবর।
এছাড়াও সূত্রের খবর, বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে, সুজন চক্রবর্তী ও শমীক লাহিড়িকে। বৃহস্পতি ও শুক্রবার সিপিএমের নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক হবে।
আরও পড়ুন: মাওবাদীদের নাম করে পোস্টার লাগাচ্ছে বিজেপি! দাবি মমতার, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী