Mamata on Maoists: মাওবাদীদের নাম করে পোস্টার লাগাচ্ছে বিজেপি! দাবি মমতার, ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Mamata on Maoists: রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, গরিবদের বঞ্চনা, হোমগার্ড পদে দুষ্কৃতীদের নিয়োগ সহ একাধিক অভিযোগ তুলে সম্প্রতি মাওবাদীরা যে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল, তার প্রভাব পড়েছিল ঝাড়গ্রামে।
কলকাতা: বনধ এবং একের পর এক পোস্টারে, জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক (Maoists)। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিরোধীরা অবশ্য মাওবাদী-ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি।
মাওবাদী পোস্টার নিয়ে মুখ খুললেন মমতা
জঙ্গলমহলে মাঝেমধ্যেই উদ্ধার হচ্ছে, মাওবাদীদের (Maoists Posters) নামে দেওয়া একের পর এক পোস্টার। বুধবারও জঙ্গলমহলের দুই তৃণমূল নেতাকে হুমকি দিয়ে পড়েছে এরকম পোস্টার। লাল কালিতে এই পোস্টারে লেখা, শাসক দলের দুই নেতার সঙ্গে খেলা হবে।
রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, গরিবদের বঞ্চনা, হোমগার্ড পদে দুষ্কৃতীদের নিয়োগ সহ একাধিক অভিযোগ তুলে সম্প্রতি মাওবাদীরা যে ১২ ঘণ্টার বনধ ডেকেছিল, তার প্রভাব পড়েছিল ঝাড়গ্রামে, যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, মাওবাদীরা কি তাহলে জঙ্গলমহলে আবার সক্রিয় হচ্ছে? এই পোস্টার, বনধ কি বনপার্টির ফেরার ইঙ্গিত?
বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের প্রশাসনিক কর্তাদের এ নিয়ে প্রশ্ন করেন তিনি। গ্রাউন্ড লেভেলে এমন কোনও ব্য়াপার নেই জানতে পেরে মমতা বলেন, "একটাস দু'টো, তিনটে পোস্টার নিয়ে হইচই হচ্ছে। মাওবাদী নিয়ে। বিজেপি ৩টে পোস্টার লাগিয়েছে। ঝাড়খণ্ড দিয়ে যদি মাওবাদী আসে, টেক অ্যাকশন।" পুলিশকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এ দিন পুলিশকে বেলপাহাড়ি সীমানাও বন্ধের নির্দেশ দেন মমতা। জবাবে, পুলিশ জানায়, সীমানা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার নাকা-তল্লাশিও চলছে। কারও ঢুকে পড়ার খবর নেই। কিন্তু মমতা বলেন, "আমার কাছে খবর বেলপাহাড়ি দিয়ে ঢুকছে। আমার কাছে ৫ জনের খবর আছে। ডিজিকে পাঠিয়েছিলাম। ৩ জন অ্যারেস্ট করেছি খুব ইমপরট্যান্ট।"
ঝাড়গ্রাম যাবেন মমতা
গত কয়েক দিন ধরে যে ভাবে মাওবাদী পোস্টার পড়ার খবর সামনে উঠে এসেছে, তা নিয়ে নানা যুক্তি উঠে এসেছে। হোমগার্ডের চাকরিতে সুযোগ না পেয়েই মাওবাদীদের নাম করে পোস্টার লাগিয়ে প্রশাসনের নজর কাড়ার চেষ্টা চলছে বলে দাবি কারও কারও। সেই নিয়ে সরাসরি কিছু না বললেও মমতা এ দিন বাদ পড়া সকলের বায়োডেটা সংগ্রহ করে জমা নেওয়ার নির্দেশ দেন। খুব শীঘ্র তিনি নিজে ঝাড়গ্রাম যাবেন বলে জানান।