Abhijit Gangopadhyay Health Update: এখনও ICU-তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 'গুরুতর অসুস্থ' প্রাক্তন বিচারপতি, এল টেস্টের রিপোর্ট
Abhijit Gangopadhyay Health Update Today : আজ কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ? এল হাসপাতাল সূত্রে খবর..

কলকাতা: শনিবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিজেপি সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৬৩ বছর বয়সী এই বিজেপি নেতাকে উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা করা হচ্ছিল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল তিনি পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। গতকাল দুপুরে খাওয়ার পর বিকেলে পেট ব্যথা ও বমি শুরু হয়। এরপরই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি সাংসদকে।এরপরেই তাঁর কিছু প্রয়োজনীয় টেস্ট করা হয়। রবিবার সেই টেস্টের খবর এসে গিয়েছে, বলে নিশ্চিত করে হাসপাতাল।
আজ রবিবার শেষ অবধি পাওয়া খবরে, টেস্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস (Acute Pancreatitis) ধরা পড়েছে। এবং তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত (Gastrointestinal Sepsis)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও গুরুতর অসুস্থ। এই মুহূর্তে ICU-তে ভর্তি রয়েছেন তিনি। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ইতিমধ্যেই গঠিত হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি,গ্যাসট্রোএন্টেরোলজি এবং সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা।






















