Voter List Revision Row: ‘লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR করুন, নতুন করে নির্বাচন হোক’, বিজেপি-কে চ্যালেঞ্জ অভিষেকের
Abhishek Banerjee: বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও 'ভোট চুরি'তে শামিল বলে অভিযোগ তুলছেন বিরোধীরা।

কলকাতা: ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা। সেই আবহে বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন, তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে হলে, গোটা দেশেই তা করা হোক, নতুন করে লোকসভা নির্বাচনও হোক বলে দাবি তুললেন তিনি। (Special Invasive Revision/SIR)
বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও 'ভোট চুরি'তে শামিল বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে উত্তাল রাজধানী দিল্লির পরিস্থিতি। সেই আবহেই নতুন করে লোকসভা নির্বাচনের দাবি তুললেন অভিষেক। তাঁর বক্তব্য, "গোটা দেশে SIR হোক। ভোঙে দেওয়া হোক লোকসভা। বিজেপি শুরু করুক। আমরা সবাই পদত্যাগ করব। কোনও অসুবিধা নেই।" (Abhishek Banerjee)
নিজেদের বেলায় অসুবিধা নেই, শুধু বিরোধীদের বেলায় তালিকা সংশোধন কেন, নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, "আপনি নির্বাচিত হলে আপনার তালিকায় গরমিল নেই। আমি নির্বাচিত হলে আমার তালিকায় গরমিল। কী সুন্দর! এ তো হতে পারে না, একই যাত্রায় পৃথক ফল হতে পারে না! আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন! আপনারা এত সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, ভারতের ঊজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তাহলে বিজেপি নেতা এবং NDA শরিকদের বলব, আপনারা শুরু করুন! তৃণমূলের জনপ্রতিনিধি থেকে বিরোধী শিবির, কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK, আমরা সবাই পদত্যাগ করব।" (Voter List Revision Row)
বিজেপি এবং কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, "গোটা লোকসভা ভেঙে দিন। SIR করুন গোটা দেশে। বিজেপি-র লক্ষ্য যদি ঠিক থাকে, NDA-র লক্ষ্য যদি ঠিক থাকে, ভোটার তালিকায় যদি সত্যিই দেশের বাইরের লোকের নাম থাকে, তাহলে সকলে পদত্যাগ করুন না! লোকসভা ভেঙে দিন। তার পর SIR করুন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, পঞ্জাব, সর্বত্র হোক। শুধু আপনি পদে থাকবেন, আর বাংলায় SIR হবে, তা চলবে না।"
অভিষেকের দাবি, "এক বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের তৈরি তালিকা অনুযায়ীই ভোট রয়েছে। সেই নিরিখে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কেন্দ্রের মন্ত্রীরা নির্বাচিত হয়েছেন, দেশের সরকার নির্বাচিত হয়েছে। এখন কমিশন বলছে ভুল রয়েছে, অনিয়ম, গরমিল রয়েছে। সরকারের প্রতিনিধি হয়ে কাজ করেন কমিশন। সবক'টা প্রতিষ্ঠানকে নিজেদের তল্পিবাহকে পরিণত করেছে বিজেপি-র সরকার।"
বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনকে ঘিরে উত্তাল গোটা দেশ। সেখানে খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে। আর সেই আবহেই ভূরি ভূরি অনিয়ম উঠে আসছে। কুকুর-বিড়ালের নাম পাওয়া গিয়েছে ভোটার তালিকায়। আবার এক ব্যক্তির নাম একাধিক জায়গায় নথিভুক্ত রয়েছে বলে দেখা গিয়েছে। কর্নাটকে প্রায় ১ লক্ষের বেশি 'ভোট চুরি' হয়েছে বলে প্রমাণ পেশ করেছেন রাহুল গাঁধী। কেরল থেকেও অভিযোগ সামনে আসছে। সেই আবহেই বিজেপি-কে তীব্র আক্রমণ অভিষেকের।























