বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বাসের
বিদ্যাসাগর সেতুর মাঝের লেনে যান চলাচল ব্যাহত হয়।
সুনীত হালদার, হাওড়া: বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা। সোমবার সকাল দশটা নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি ভ্যানে ধাক্কা মারে। এর পর ফের আরও একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় দু-জন ব্যক্তি আহত হয়েছেন।
তাদের নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশের কাজ ভেঙ্গে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিকে শিবপুর থানার পুলিশ আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাসটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। এর জেরে বিদ্যাসাগর সেতুর মাঝের লেনে যান চলাচল ব্যাহত হয়।
গত ২৯ অগাস্ট পিটিএসের কাছে এজেসি বোস রোডে দুর্ঘটনা। ডিভাইডার ও পরপর বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। এদিন রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে এজেসি বোস রোড ধরে যাওয়ার সময়, প্রথমে ডিভাইডার ও পরপর কয়েকটি গাছে ধাক্কা মারে গাড়ি।
গতি এত বেশি ছিল যে এরপর প্রায় উড়ে গিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঠে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। গাড়ি চালক-সহ ৩ জনকে উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, আরোহীরা সকলেই মত্ত অবস্থায় ছিল। সেই কারণেই দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে প্রায় একই সময়ে রাতে সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া বাইকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। ঘটনায় পা ভাঙল বেসরকারি হাসপাতালের কর্মীর। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা উদ্ধারকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে।
২৮ অগাস্ট রাত ১১টা নাগাদ সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের মেন গেটের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, বেসরকারি হাসপাতালের কর্মী শুভঙ্কর ত্রিপাঠির বাইকে ধাক্কা মারে বেপরোয়া বাইকের চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন এক মহিলা। অভিযোগ, আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে অভিযুক্ত বাইক চালক। পরে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। ২টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত বাইক চালকের সন্ধান চলছে।