Kolkata: শহরে ফের অ্যাপ ক্যাব ছিনতাইয়ের ঘটনা, অভিযোগ যুগলের বিরুদ্ধে
দিন কয়েক আগেই অ্যাব ক্যাব ছিনতাইয়ের অভিযোগ ওঠে এক যুগলের বিরুদ্ধে। পুজোর কলকাতায় সপ্তমীর রাতে একটি অ্যাপ ক্যাবে ওঠে সেই দম্পতি। তারা চালককে সল্টলেক নামানোর কথা বলে নিয়ে যায়।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শহরজুড়ে পুজোর আমেজ। তারই মধ্যে শহরে ফের অ্যাপ ক্যাব চালককে নিগ্রহের অভিযোগ। শহরের এক ক্যাব চালককে নিগ্রহ করে ছিনতাইয়ের অভিযোগ ওঠে।
দিন কয়েক আগেই অ্যাব ক্যাব ছিনতাইয়ের অভিযোগ ওঠে এক যুগলের বিরুদ্ধে। পুজোর কলকাতায় সপ্তমীর রাতে একটি অ্যাপ ক্যাবে ওঠে সেই দম্পতি। চালকের দাবি এরপর তারা গাড়ি চালককে সল্টলেক নামানোর কথা বলে নিয়ে যায়। এরপর সেখানে চালককে মারধর করে গাড়ি নিয়েই তারা চম্পট দেয় বলে অভিযোগ।
এবারেও অভিযোগের কেন্দ্রবিন্দুতে সেই একই যুগল। দিন কয়েক আগেই এমনই এক যুগলের বিরুদ্ধে পর পর অ্যাপ ক্যাব চালককে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। যদিও আগেরবারের মতো এক্ষেত্রে চালককে অপহরণ করা হয়নি। তবে অভিযোগ অনুযায়ী তাঁর গাড়ি ছিনতাই করেছে ওই যুগল।
কিছুদিন আগেই ছড়িয়ে পড়ে শহরে নতুন আতঙ্কের কথা। যাত্রী সেজে অ্যাপ ক্যাব চালককে গাড়িসহ অপহরণের খবর ছড়ায়। অপহরণের দিন দুয়েক পর চালককে পৌঁছে দেওয়া হয় থানা বা হাসপাতাল বা অন্য কোথাও। ফিরিয়ে দেওয়া হচ্ছিল গাড়িও। কিন্তু গোটা ঘটনায় খোয়া যাচ্ছিল শুধু মানি ব্যাগ এবং মোবাইল ফোন। সৌজন্যে রহস্যময় যুগল।
আরও পড়ুন: West Midnapore: ঘাটালে বাইকে চড়ে পুজো দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত ১
একটি অ্যাপ ক্যাবকে উল্টোডাঙা থেকে চালক সমেত অপহরণ করে নিয়ে যায় রহস্যজনক ওই যুগল। অ্যাপ ক্যাব চালকের নাম ছিল অভিজিৎ ঘোষ। তিনি জানান ২১ সেপ্টেম্বর তাঁর কাছে উল্টোডাঙা থেকে একটি বুকিং আসে। ওই যুগল ৩ ঘণ্টার জন্য ক্যাবটি বুক করেছিলেন। তারপর মাঝ রাস্তায় ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয় তাঁকে। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। ২ দিন পর ২৩ সেপ্টেম্বর বেহালা থানা এলাকায় ওই গাড়ির ভেতরই রক্তাক্ত অবস্থায় ওই অ্যাপ ক্যাব চালককে উদ্ধার করা যায়।