West Midnapore: ঘাটালে বাইকে চড়ে পুজো দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত ১
West Midnapore: জানা যায় ঘাটালের খড়ার থেকে ঘাটাল গামী রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনা ঘটে । তিনবন্ধু সোনার কাজে ভিন রাজ্যে থাকতেন, পুজোর সময় বাড়ি ফিরেছেন তাঁরা।
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুরঃ মোটর বাইকে চড়ে দুর্গাপুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু ১ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ২ জন। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায় ঘাটালের খড়ার থেকে ঘাটাল গামী রাজ্য সরকারের কাছে এই দুর্ঘটনা ঘটে ।
তিনবন্ধু সোনার কাজে ভিন রাজ্যে থাকতেন, পুজোর সময় বাড়ি ফিরেছেন তাঁরা। তাঁদের নাম সৈয়দ আমীর আলী, শেখ জিয়াউল ইসলাম ও সৈয়দ নাসির আলী। প্রত্যেকেই ঘাটালের ঘোলা গ্রামের বাসিন্দা ।
তিন জনে একটি মোটর বাইকে চড়ে ঘাটাল থেকে খড়াড় যাবার সময় অপরদিকে দ্রুত বেগে আসা একটি মারুতি গাড়ি তাদের মোটরবাইকে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈয়দ আমীর আলির। তাঁর বয়স ২৭ বছর। বাকি দুজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে, ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ।
এর আগে চতুর্থীর রাতে ইএম বাইপাসে ক্যাপ্টেন ভেড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় বাইকের চাকা পিছলে যায়। দ্রুত গতির বাইকের চাকা পিছলে রাস্তায় পড়ে যান যুগল।
যুবকের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে উল্টোদিকের রাস্তায় গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের যুবকের। তরুণীর অবস্থাও আশঙ্কাজনক। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি ইন্দ্রজিৎ দে ও শুভ্রা নাথ দে বাঁশদ্রোণীর গড়িয়া নাথ পাড়ার বাসিন্দা। গতকাল সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, যুগলের মাথায় হেলমেট ছিল না, বাইকের গতি ছিল ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আরও পড়ুনঃ কলকাতা স্টেশনের কাছে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে গেল বেপরোয়া গতির বাস, ৩ শিশু সহ আহত ৫