সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্টকে খুনের চেষ্টা, গ্রেফতার ঠিকা শ্রমিক
সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্টকে খুনের চেষ্টা, গ্রেফতার ঠিকা শ্রমিক
কলকাতা: কারখানার মধ্যেই ঠিকা শ্রমিকের হাতে গুরুতর আক্রান্ত হলেন সংস্থার গাড়িচালক ও অ্যাকাউন্ট্যান্ট। কারখানার ২ জনকে খুনের চেষ্টার অভিযোগে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কসবার এক গ্লাভস তৈরির কারখানায়। কী কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।
কসবার কারখানায় আচমকা মারমুখী ঠিকা শ্রমিক। কারখানার ভিতর কাজ চলাকালীন ধারাল অস্ত্র নিয়ে আচমকা হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গুরুতর আহত এক গাড়ি চালক ও কারখানার অ্যাকাউন্টট্যান্ট। কসবার এক চামড়ার গ্লাভস তৈরির কারখানায় শনিবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে দাবি, শনিবার কারখানায় অন্যদের সঙ্গে কাজ করছিলেন কাহার মোল্লা নামে ওই ঠিকা শ্রমিক। আচমকা গ্লাভস কাটার ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন কারখানার এক গাড়ি চালকের ওপর।
আহত গাড়ি চালক কোনওরকমে পালিয়ে যান সেখান থেকে। এরপর ওই ঠিকা শ্রমিক অফিসে ঢুকে অ্যাকাউন্ট্যান্টের ওপর হামলা চালান। সেই সময় বাকি শ্রমিকরা তাঁকে ধরে ফেলেন। বেঁচে যান ওই অ্যাকাউন্ট্যান্টে। শৌচালয়ে তাঁকে আটকে রেখে থানায় খবর দেন অন্যান্যরা।
গুরুতর আহত অবস্থায় চালক ও অ্যাকাউন্ট্যান্টকে ভর্তি করা হয়েছে রুবি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। অভিযুক্ত শ্রমিক পিকনিক গার্ডেনের বাসিন্দা। কেন তিনি এই হামলা চালালেন, তা এখনও বুঝে উঠতে পারছেন না তাঁর সহকর্মীরা।
এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ' আমরা কাজ করছিলাম, আচমকাই ও ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। ' অন্য এক এক স্থানীয় বাসিন্দার কথায়, ' আমরা কারখানায় চিত্কার শুনে ছুটে আসি। ওর অস্ত্র কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিই। সবাই মিলে ধরে ওকে শৌচালয়ে আটকে রাখি।'
সূত্রের খবর, কারখানায় শনিবার পেমেন্টের ডেট ছিল। তাহলে কি পাওনা টাকা নিয়ে কোনও গন্ডগোলের কারণেই কি এই হামলা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ঠিকা শ্রমিককে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।