Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ঘটনায় এখনও গ্রেফতার শূন্য, প্রশাসনের ওপর কীভাবে ভরসা রাখবে মানুষ ? | ABP Ananda LIVE
ABP Anannda LIVE: শহরের উত্তর থেকে দক্ষিণ, একের পর এক ঘটনায় পদে পদে প্রকট হয়ে উঠছে কলকাতার নিরাপত্তাহীনতা। কোনও ঘটনার ক্ষেত্রে গ্রেফতারি যেমন হয়েছে, কোনও ঘটনার ক্ষেত্রে আবার ১০ দিন পরও শূন্য গ্রেফতারি। এরপর কি আর প্রশাসনকে ভরসা করবে সাধারণ মানুষ, উঠতে শুরু করেছে এই প্রশ্নই।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS.
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে RSS. সঙ্ঘ প্রধানের রাজ্য সফরের পর এবার গুজরাতে সঙ্ঘের কৃষক সংগঠনের 'অখিল ভারতীয় অধিবেশন'-এ যোগ দিল রাজ্যের প্রতিনিধি দল। বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হলেন প্রতিনিধিদলের সদস্যরা। দিয়েছেন, বিধানসভা ভোটের আগে আন্দোলনে নামার হুঁশিয়ারিও।
রাজ্যের অস্ত্রের ঝনঝনানি, ঝাড়খণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএসকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফের। ঝাড়খণ্ডে অস্ত্র কারখানা থেকে অস্ত্র আসছিল বাংলায়, সেই সূত্রে ঝাড়খণ্ডে হানা। ঝাড়খণ্ডে বাড়িতে অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ৬। আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষিত শ্রমিক সহ গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। উদ্ধার সেমিফিনিশড পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ।


















