Kolkata: সম্প্রীতি উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা, মৃত যুবক
Kolkata: স্থানীয় সূত্রে দাবি নিয়ন্ত্রণ হারিয়ে ডাকঘরের কাছে চন্দন নগরে উড়াল পুলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের নীচে। সেখানেই বিবিটি রোডে গিয়ে পড়ে যান সুদীপ।
জয়ন্ত পাল, কলকাতা: সম্প্রীতি উড়ালপুলে গতির বলি আবারও এক যুবক। সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বেহালা পর্ণশ্রী থেকে বাটা মোড়ের দিকে ঝড়ের গতিতে আসছিল মোটরসাইকেল চালিয়ে সুদীপ মন্ডল নামে এক যুবক। তাঁর বয়স ২৩ বছর। স্থানীয় সূত্রে দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে ডাকঘরের কাছে চন্দন নগরে উড়াল পুলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের নীচে। সেখানেই বিবিটি রোডে গিয়ে পড়ে যান সুদীপ। স্থানীয়রাই মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে সুদীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই রাতে কেন সুদীপ বেহালার পর্ণশ্রী থেকে বাটার দিকে আসছিল সে বিষয় পুলিশের কাছে সদুত্তর এখনও কোনও সদুত্তর মেলেনি। মহেশতলা থানা পরিবারের সঙ্গে রাতেই যোগাযোগ করেছে।
কিছুদিন আগেই বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা হয়েছিল। সকাল দশটা নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি ভ্যানে ধাক্কা মারে। এর পর ফের আরও একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় দু-জন ব্যক্তি আহত হয়েছেন।
তাদের নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশের কাজ ভেঙ্গে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিকে শিবপুর থানার পুলিশ আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাসটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। এর জেরে বিদ্যাসাগর সেতুর মাঝের লেনে যান চলাচল ব্যাহত হয় অনেকক্ষণ।
গত ২৯ অগাস্ট পিটিএসের কাছে এজেসি বোস রোডে দুর্ঘটনা। ডিভাইডার ও পরপর বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। এদিন রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে এজেসি বোস রোড ধরে যাওয়ার সময়, প্রথমে ডিভাইডার ও পরপর কয়েকটি গাছে ধাক্কা মারে গাড়ি।