Priyanka Tibrewal campaign: চায়ের আড্ডায় জনসংযোগ, রবিবারের সকালে প্রচারে প্রিয়ঙ্কা টিবরেওয়াল
এরপর ভবানীপুরে চায়ের আড্ডায় জনসংযোগে নামেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পথচলতি মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। বিজেপি প্রার্থীর প্রচারে থাকার কথা দিলীপ ঘোষেরও।
![Priyanka Tibrewal campaign: চায়ের আড্ডায় জনসংযোগ, রবিবারের সকালে প্রচারে প্রিয়ঙ্কা টিবরেওয়াল Bhabanipur By-Election BJP candidate Priyanka Tibrewal on campaign mood during Sunday morning Priyanka Tibrewal campaign: চায়ের আড্ডায় জনসংযোগ, রবিবারের সকালে প্রচারে প্রিয়ঙ্কা টিবরেওয়াল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/12/b57e0abacf4a3231362ad11cdeb22e3f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রবিবারের সকালে প্রচারে নামলেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে কথা বলে শুরু হয় প্রচার। হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়তে নেমে বিজেপি প্রার্থীর রসিকতা, তিনিও হেভিওয়েট তাই হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। তাই সাতসকালে ভিক্টোরিয়ায় আসা। এরপর ভবানীপুরে চায়ের আড্ডায় জনসংযোগে নামেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। পথচলতি মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। বিজেপি প্রার্থীর প্রচারে থাকার কথা দিলীপ ঘোষেরও। ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেছেন, পরে দিলীপ ঘোষের একটি চা-চক্রে আলোচনার কর্মসূচী রয়েছে। সেখানে তিনি থাকবেন।
প্রিয়ঙ্কা এদিন বলেছেন , মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার। মানুষের পাশে রয়েছি। আমি কোনও বড় নেতা নই। আমি কিছু বলছি না। মানুষই বলছেন, আমাকে কী করতে হবে।
উল্লেখ্য, ভবানীপুর উপনির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। গতকাল তৃণমূল নেত্রীর সমর্থনে প্রচার চালান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। উল্টোদিকে, কালীঘাটে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৬টি ওয়ার্ডের প্রচারে বাড়তি নজর দিচ্ছে গেরুয়া শিবির।
ফিরহাদ হাকিম গতকাল কটাক্ষ করেছিলেন, প্রিয়ঙ্কা জি এন্টালিতে হেরেছিলেন, এবারও অনেক ভোটে হারবেন। পাল্টা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একবার হেরেছেন। আবারও হারবেন।
ভবানীপুরে ভোটযুদ্ধে জমজমাট বাগযুদ্ধ। ঘরের মাঠে ভোটের লড়াই। শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলনেত্রীর হয়ে প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে চাইলেন ভোট। উল্টোদিকে, ৪ মাসের ব্যবধানে ফের ভোটের ময়দানে ভবানীপুরের বিজেপি প্রার্থী। কালীঘাটে পুজো দিয়ে নামলেন প্রচারে।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভার উপনির্বাচন। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।কংগ্রেস ভোটে না লড়ায়, আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম।
শনিবার, ভোটের রণকৌশল নির্ধারণে বিজেপি যখন বৈঠকে ব্যস্ত, তখন চেতলার রাখালদাস আঢ্যি রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার চালান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, শনিবার বিজেপির রণকৌশল নির্ধারণের বৈঠকে ঠিক হয়,প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট হবেন বিজেপি নেতা সজল ঘোষ।ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই।
বিধানসভা ভোটের নিরিখে ভবানীপুরের অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে পিছিয়ে ছিল বিজেপি।সেই ওয়ার্ডগুলিতে প্রচারে জোর দেওয়া হবে।বুথ পিছু দু’জন করে এজেন্ট ঠিক করা হবে।
গতকাল সকালে হেস্টিংসে যাওয়ার আগে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বাড়িতে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।পরে কালীঘাটে পুজো দিয়ে শুরু হয় তাঁর প্রচার।
সবমিলিয়ে যত সময় যাচ্ছে, ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে ততই চড়ছে রাজনীতির পারদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)