'বিজেপি নেত্রীর মৃত্যু দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র' চাঞ্চল্যকর অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি বিজেপির
পুরভোটের (Municipality Vote) আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি (BJP)।
বিটন চক্রবর্তী, দীপক ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: তিস্তা বিশ্বাসের (Teesta Biswas) মৃত্যু দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র। পুরভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি (BJP)। সিবিআই (CBI) তদন্তেরও দাবি তুলেছে তারা। পুলিশের তদন্তের আগেই রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল (TMC)।
বিজেপি নেতা রাহুল সিন্হা (Rahul Sinha) জানিয়েছেন, সোজা দূর থেকে যেখানে দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে পেট্রোল ট্যাঙ্কার এসে উঠে গেল। সামনে পুরভোট (Municipality Vote) আসছে। সিবিআই তদন্তের দাবি করছি।
ফিরহাদ হাকিমের কথায়, বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের (West Bengal) নিমতৌড়িতে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাসের। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। তাঁরা ভর্তি আছেন কলকাতার অ্যাপোলো (Apollo) হাসপাতালে।
পুরভোটের আগে সেই ঘটনাতেও জড়িয়ে গেল রাজনীতি। গোটা ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি (BJP)। ঘটনার সিবিআই তদন্তেরও দাবি তুলেছে তারা।
রাহুল সিন্হা আরও বলেন, যদি কোনও মোড় হতো, তাহলে মোড় থেকে বায়ে বা ডান থেকে এসে ধাক্কা মারতে পারত। সোজা যদি দূর থেকে দেখা যাচ্ছে, পেট্রোল ট্যাঙ্কার এসে উঠে গেল। সামনে পুরভোট আসছে। নিরপেক্ষ তদন্তের দাবি করছি। এটা অবশ্যই চিন্তার বিষয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সিবিআই (CBI) তদন্তের দাবি করছি।
তৃণমূলও পাল্টা জবাব দিয়েছে। তমলুক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চল খাঁড়া জানিয়েছেন, পুলিশের তদন্তের আগেই বিজেপি যেভাবে মন্তব্য করছে, ষড়যন্ত্রের কথা বলছে এটা উচিত নয়। ২০২১-এ হেরে যাওয়ার ফলে বিজেপি সবকিছুতে ষড়যন্ত্রের গন্ধ পায়।
দুর্ঘটনার কারণ নিয়ে মৃতার পরিবার কোনও মন্তব্য করতে চায়নি। এ প্রসঙ্গে মৃত বিজেপি নেত্রীর দেওর সৌরভ বিশ্বাসের বক্তব্য, আমরা এখন কী করে বলব কী হয়েছে না হয়েছে, থানায় কোনও অভিযোগ করব কিনা পরে আলোচনা করব। পুলিশ পুলিশের কাজ করছে।
তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয় তিস্তা বিশ্বাসের। সেখানে দলীয় নেত্রীকে শ্রদ্ধা জানায় জেলা বিজেপি নেতৃত্ব। এরপর মৃতদেহ নিয়ে আসা হয় কলকাতায়। মুরলীধর সেন লেনে বিজেপির (BJP) রাজ্য দফতরে তিস্তাকে শেষ শ্রদ্ধা জানান রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরা (Smeek Bhattyacharya), অমিতাভ চক্রবর্তীরা।
সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভায়। সেখানে মৃত বিজেপি নেত্রীকে শ্রদ্ধা জানান পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারপার্সন ফিরহাদ হাকিম (Firhad Hakim), প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh), দেবাশিস কুমাররা। পুরসভা থেকে গরচা রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয় বিজেপি নেত্রীর মৃতদেহ। কেওড়াতলা মহাশ্মশানে হয় শেষকৃত্য।