Buddhadeb Bhattacharya Health: উডল্যান্ডস থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তবে এখনই বাড়ি ফিরছেন না
কয়েকদিন সিআইটি রোডে পরিচিত এক চিকিত্সকের নার্সিংহোমে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন তাঁর স্ত্রী ও মেয়েও...
কলকাতা: উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আপাতত তিনি বাড়ি ফিরছেন না।
উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, এখন সুস্থ তিনি। রক্তচাপ ও হার্টরেটও স্বাভাবিক। তবে আজ উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি বাড়ি ফিরছেন না।
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন সিআইটি রোডে পরিচিত এক চিকিত্সকের নার্সিংহোমে থাকবেন। সেখানে থাকবেন তাঁর স্ত্রী ও মেয়েও।
গত ১৮ তারিখ বুদ্ধদেব ভট্টাচার্য কোভিড পজিটিভ হন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু, ২৪ তারিখ আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ২৪ তারিখ রাত থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। বেড়ে যায় শ্বাসকষ্ট। ২৫ তারিখ সকালে অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ হয়ে যায়। এরপরই তাঁকে জরুরি ভিত্তিতে উডল্যান্ডস্ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর শ্বাসকষ্টের সমস্যা ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্সায় গঠিত হয় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় তাঁকে।
হাসপাতালর তরফে বুধবার জানানো হয়েছিল, দুটি রক্ত পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে সেই রাত থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির দেওয়া শুরু হয়।
পাশাপাশি, প্রয়োজন হলে টকিলিজুমাব দেওয়ার পরিকল্পনাও ছিল চিকিৎসকদের। কিন্তু, রেমডেসিভিরে কাজ হওয়ায় শেষ পর্যন্ত টকিলিজুমাব দেওয়ার প্রয়োজন হয়নি।
চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হতে শুরু করে। চিকিত্সকদের সঙ্গে কথা বলেন। নিজের হাতে স্বাভাবিক খাবার খান।
হাসপাতাল সূত্রে জানানো হয়, বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট সজাগ রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলছেন। খোঁজ নিচ্ছেন পারিপার্শ্বিক ঘটনাক্রম সম্পর্কে।
বাইপ্যাপ দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা হয়। এছাড়া, স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড দেওয়া হয়।
এদিকে, ২৪ তারিখ বাড়ি ফেরার খানিকক্ষণের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েন মীরা ভট্টাচার্যও। তাঁকে ফের উডল্যান্ডস-এই ভর্তি করা হয়।