Zydus Cadila Vaccine Trial: রাজ্যে শুরু হচ্ছে শিশুদের ওপর জাইডাস-ক্যাডিলা করোনা টিকার ট্রায়াল
পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শুরু হবে ট্রায়াল
সন্দীপ সরকার, কলকাতা: এবার রাজ্যে শুরু হচ্ছে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে শুরু হবে ট্রায়াল।
জানা গিয়েছে, জাইডাস-ক্যাডিলা সংস্থার ভ্যাকসিন দিয়ে হবে এই ট্রায়াল। চলতি সপ্তাহের শেষেই শুরু হবে এই ক্লিনিক্যাল ট্রায়াল।
জানা গিয়েছে, ১৮ বছর পর্যন্ত বয়সীদের উপরে টিকার পরীক্ষা করা হবে। ট্রায়ালে অংশ নেবে ১০০ জন। সারা দেশের প্রায় ১৫০০ শিশুর উপর হবে এই পরীক্ষা। দেশের ৫৪টি কেন্দ্রকে এর জন্য বাছা হয়েছে।
এর আগে, গতমাসে দিল্লির এইমসে দুই থেকে থেকে আঠারো বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। বয়সের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে হয় ওই ট্রায়াল।
এইমস সূত্রে জানানো হয়, প্রথম পর্বে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর এই ট্রায়াল হয়। দ্বিতীয় পর্বে ৬ থেকে ১২ বছর এবং তৃতীয় পর্বে ২ থেকে ৬ বছয় বয়সী শিশুদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হয়।
এইমস সূত্রে দাবি, মোট ৫০ জনের ওপর ট্রায়ালের পরিকল্পনা করা হলেও, তার থেকে ১০ গুণ বেশি আবেদন জমা পড়েছে।
তবে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে নিয়মের কোনও পরিবর্তন হয়নি। জানা গিয়েছে, শিশুদের ক্ষেত্রেও ৬ মিলিগ্রামের ডোজ দেওয়া হয়।
২৮ দিনের ব্যবধানে দেওয়া হচ্ছে দুটি ডোজ। প্রথম ডোজ দেওয়ার আগে সবার অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। ভ্যাকসিনের ডোজ দেওয়ার পর কড়া নজরদারিতে রাখা হচ্ছে সকলকে।
প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ে বেশি সংখ্যায় শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের একাংশের মতে, সংক্রমণের তৃতীয় ঢেউয়ে শিশুদের বেশি সংখ্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে গোটা দেশে ঢেলে সাজানো হচ্ছে শিশুদের করোনা চিকিৎসার পরিকাঠামো। বাদ যাচ্ছে না রাজ্যও। সোমবার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, করোনা চিকিৎসায় শিশুদের জন্য হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো হবে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শিশুদের কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। ট্রেনিংয়ের পর পোস্টিং দেওয়া হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।