দিল্লিতে অভিযোগ দায়ের, কলকাতা থেকে গ্রেফতার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছে ৮৬টি পাসপোর্ট।
![দিল্লিতে অভিযোগ দায়ের, কলকাতা থেকে গ্রেফতার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা Complaint lodged in Delhi, Fake passport accused arrested from Kolkata দিল্লিতে অভিযোগ দায়ের, কলকাতা থেকে গ্রেফতার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের পাণ্ডা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/25/7601159d85cad1b0e171867bd076c2b2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সন্দেহভাজন JMB জঙ্গি ধরা পড়ার পর হরিদেবপুরে এবার আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের হদিশ। চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে মিলেছে ৮৬টি পাসপোর্ট। ধৃতকে জেরা করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
যত কাণ্ড হরিদেবপুরে! গত ১১ জুলাই হরিদেবপুর থেকে কলকাতা পুলিশের STF গ্রেফতার করে ৩ সন্দেহভাজন JMB বা জামাত-উল-মুজাহিদিন জঙ্গিকে। শুক্রবার দুপুরে সেই হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডের ফ্ল্যাট থেকে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
দিল্লিতে অভিযোগ দায়ের, দেড় হাজার কিলোমিটার দূরে কলকাতার হরিদেবপুরে গ্রেফতার জাল পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা নন্দকিশোর প্রসাদ! এই তদন্তের শুরু রাজধানীতে। পুলিশ সূত্রে খবর, বিহারের এক বাসিন্দার রাশিয়া যাওয়ার কথা ছিল। দিল্লির চাণক্যপুরীতে ওই ব্যক্তির সঙ্গে আলাপ হয় বাগুইআটির বাসিন্দা এক যুবকের। ভিসা বানিয়ে দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা নেন ওই যুবক। কিন্তু রাশিয়ার দূতাবাসে গিয়ে বিহারের বাসিন্দা জানতে পারেন, তাঁকে জাল ভিসা দেওয়া হয়েছে। চাণক্যপুরী থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে নেমে দিল্লি পুলিশ বাগুইআটি থেকে ১ জনকে গ্রেফতার করে। তাকে জেরা করেই সন্ধান মেলে হরিদেবপুরের বাসিন্দা নন্দকিশোরের।
বাড়িওয়ালা জানিয়েছেন, আমার কাছে দালালের মাধ্যমে ভাড়া নেয়। এ বিষয়ে জানতাম না। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোডে ধৃতের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৮৬টি পাসপোর্ট। সেগুলি জাল কি না, খতিয়ে দেখছে পুলিশ। মিলেছে ল্যাপটপ, প্রিন্টার, স্ট্যাম্প, ভারত সরকারের হলোগ্রাম, রাশিয়ার ভুয়ো ভিসা, টাকা গোনার মেশিন।
এদিকে, হরিদেবপুরে ৩ সন্দেহভাজন জেএমবি জঙ্গি গ্রেফতারের ঘটনায় তদন্তের দায়িত্ব নিল এনআইএ। শনিবারই নগর দায়রা আদালতে NIA ওই মামলায় এফআইআর দায়ের করে। এনআইএ-র আইনজীবী জানান, সন্দেহভাজন জঙ্গিদের নাশকতার ছক ছিল কি না, বাংলাদেশের বাসিন্দা ওই তিন জন কোন পথে এসেছে, এদেশে তাদের কোনও লিঙ্কম্যান আছে কি না, সবই খতিয়ে দেখবে এনআইএ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)