Cyber Crime: সহজে লোন শোধের টোপ, হোয়াটসঅ্যাপে পাঠানো এই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ!
অভিনব কায়দায় সাইবার জালিয়াতির (Cyber Crime) অভিযোগ কলকাতায় (Kolkata)। যে প্রতিষ্ঠানে গ্রাহকের লোন রয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম ভাঁড়িয়ে হোয়াটসঅ্য়াপে (Whaysapp) পাঠানো হচ্ছে মেসেজ।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সহজে লোন শোধের টোপ দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ (Whatsapp Massage)। নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের (App Downloading) পরামর্শ। লিঙ্কে ক্লিক (Fake Link) করলেই হ্যাকারদের (Hacker) দখলে চলে যাচ্ছে মোবাইল ফোন! অ্যাকাউন্ট থেকে নিমেষে গায়েব হয়ে যাচ্ছে টাকা! কলকাতা (Kolkata) শহরে আর্থিক প্রতারণার (Financial Fraud) শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিবৃতি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
কোন ব্যাঙ্ক (Bank) বা সংস্থায় গ্রাহকের লোন আছে, তা জেনে নিয়ে অভিনব কায়দায় সাইবার জালিয়াতির (Cyber Crime) অভিযোগ কলকাতায় (Kolkata)। যে প্রতিষ্ঠানে গ্রাহকের লোন রয়েছে, সেই প্রতিষ্ঠানের নাম ভাঁড়িয়ে হোয়াটসঅ্য়াপে (Whaysapp) পাঠানো হচ্ছে মেসেজ।
মেসেজে পরামর্শ দেওয়া হচ্ছে, সহজে লোন শোধ করতে CASHGO নামে একটি অ্যাপ ডাউনলোড করুন। তার জন্য ক্লিক করুন একটা লিঙ্কে। সেই লিঙ্কও পাঠানো হচ্ছে মেসেজের সঙ্গে। সেই লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকের মোবাইল চলে যাচ্ছে অদৃশ্য হ্যাকারদের (Mobile Hack) দখলে। নিমেষের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা।
পুলিশ সূত্রে খবর, এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কলকাতা শহরে। সাধারণ মানুষ যাতে সাইবার জালিয়াতদের (Fraud Case) ফাঁদে পা না দেন, তার জন্য সতর্ক করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ট্যুইট করেছেন যুগ্ম কমিশনার অপরাধ। ওই ট্যুইটে বলা হয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে, কিছু মানুষ হোয়াটস অ্যাপে মেসেজ পাচ্ছেন লোন শোধ করার জন্য। CASHGO নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। তার লিঙ্কও দেওয়া থাকছে মেসেজে। এটা ভুয়ো মেসেজ। অজানা নম্বর থেকে কোনও লিঙ্ক এলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। সুরক্ষিত থাকুন। সতর্ক থাকুন।
তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল একবার সাইবার জালিয়াতদের দখলে চলে গেলে, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিমেষে হাতবদল হয়ে যায়। নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে যাবতীয় আর্থিক লেনদেন সব কিছু...
এমনকি হ্যাক হওয়া ফোনে অন্য যাঁদের নম্বর রয়েছে, প্রতারণার শিকার হতে পারেন তাঁরাও। তাই হুটপাট অচেনা অজানা কারোর পরামর্শে অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।