Dilip Ghosh : কন্যাশ্রীর স্থানে 'কন্নাশ্রী', দিলীপকে মেল করে বর্ণপরিচয় পাঠালেন কংগ্রেস নেতা কৌস্তভ
দিলীপ বলেন, 'অনুবাদ করতে গেলে এমন হয়ে যায়। দিল্লিতে বাংলা নেই তাই হিন্দিতে অনুবাদ করতে হয়।'
দিল্লিতে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে দিলীপ ঘোষের প্ল্যাকার্ডে কন্যাশ্রীর বানান ভুল !! কন্যা বানান লেখা 'কন্না'। তাছাড়াও বাংলা ফন্টেও নানারকম ভুলত্রুটি !! এই নিয়ে বিজেপির অন্দরেই তৈরি হয়েছিল বিতর্ক। এবার ঘটনার কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতিকে মেল করে বর্ণপরিচয় উপহার দিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। শুক্রবারই তিনি 'উপহার'টি পাঠান। এর আগে বৃহস্পতিবার 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে বর্ণপরিচয় পাঠাবেন বলে জানিয়েছিলেন কংগ্রেস নেতা। শুক্রবার সেই কাজটা সেরেও ফেললেন।
যদিও এসব বিতর্কের বিষয়ে বিশেষ কথা খরচ করেননি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'অনুবাদ করতে গেলে এমন হয়ে যায়। দিল্লিতে বাংলা নেই তাই হিন্দিতে অনুবাদ করতে হয়।'
বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বুধবার সংসদ চত্বরে ধর্না দেন বিজেপি সাংসদরা। সেখানেই দিলীপ ঘোষের হাতে ছিল এই প্ল্যাকার্ড। যেখানে কন্যাশ্রী বানান চোখে পড়েছে সকলেরই। আর বিজেপির বর্তমান রাজ্য সভাপতির প্ল্যাকার্ডের এই বানানের ছবি ট্যুইট করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি লেখেন, ''এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, 'মূর্খের অশেষ দোষ'।''
যদিও পরে তিনি নিজের মন্তব্যের ব্যাখ্যা করে লেখেন, '' পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না !''
বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পরও, নানা সময়, পরোক্ষে কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননের সঙ্গে দিলীপ ঘোষকেও দায়ী করেছিলেন তথাগত রায়। বিজেপির প্রার্থী হিসেবে টলিউডের নায়িকাদের বেছে নেওয়ার জন্যও দিলীপ ঘোষের দিকেই নাম না করে আক্রমণ শাণান তথাগত। এবার যেখানে বানান ভুল নিয়ে তাঁর ট্যুইট-তির , সেই প্ল্যাকার্ড আবার ছিল দিলীপ ঘোষের হাতেই।
যে পোস্টার ছেপেছে, তাঁর কথা বললেও, তথাগত রায় যেভাবে দিলীপ ঘোষের ছবি-সহ এই ট্যুইট করেছেন, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'ওরা সব অতৃপ্ত আত্মা। ওদের নিজেদের মধ্যেই লড়াই করে'