Dilip Ghosh Reaction: 'দলে কেউ প্রতিবাদ করলেই, তাঁর বিরুদ্ধে কথা বলছেন মমতা' কটাক্ষ দিলীপের
এলাকায় জমা জলের সমস্যায় তিতিবিরক্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গত অক্টোবর মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসেছিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। কালো নোংরা জলে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।
কলকাতা: 'এটাই তৃণমূলের (TMC) কালচার। দলের মধ্যে কেউ প্রতিবাদ করলেই, তাঁর বিরুদ্ধে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকালে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
উল্লেখ্য, এলাকায় জমা জলের সমস্যায় তিতিবিরক্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গত অক্টোবর (October) মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসেছিলেন উত্তর হাওড়ার (North Howrah) তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী (Goutam Chowdhuy)। কালো নোংরা জলে বসে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এই কাজ করায় গতকাল হাওড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন তিনি। সেই প্রসঙ্গেই আজ কটাক্ষের সুর শোনা গেল দিলীপের (Dilip Ghosh) গলায়।
উল্লেখ্য, শিল্পের জন্য জমি পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পায়নের লক্ষ্যে পৌঁছতে কোনও রকম গড়িমসি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। গতকাল কড়া বার্তা দিলেন হাওড়ার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে
এর আগেও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুরভোট থেকে পেট্রোল ডিজেলের দাম, সবকিছু নিয়েই রাজ্যকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সূত্রের খবর, বড়দিনের আগেই কলকাতা, বিধাননগর, হাওড়ার পুরভোট এবং ফল ঘোষণা সেরে ফেলতে চায় রাজ্য। তারপর দু-তিন দফায় বাকি পুরসভায় ভোট হতে পারে। লোকসভার তুলনায় বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে রাজনীতির সমীকরণ পুরো পাল্টে গিয়েছে । বিজেপির দাবি, এই কারণেই এখন পুরভোট নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। তবে এদিন দিলীপ ঘোষ বলেন, 'পুরভোটের জন্য বিজেপি প্রস্তুত। এক বছর আগে থেকে দল পুরভোটের জন্য প্রস্তুত থাকলেও রাজ্য সরকারই এতদিন তা করেনি বলে অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
আরও পড়ুন: স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় দায় ঠেলাঠেলি বর্তমান ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর