Pamela Goswami Drugs Case: গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর অডিও ক্লিপ, দাবি পুলিশ সূত্রে
অডিও ক্লিপের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ...পাশাপাশি, আজ আদালতে পেশ করে পামেলার হেফাজত চাইবেন তদন্তকারীরা
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কোকেনকাণ্ডে বিজেপি নেত্রী পামেলার ফোন থেকে উদ্ধার অডিও ক্লিপ। চাঞ্চল্যকর অডিও ক্লিপ উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দারা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে অডিও ক্লিপে, এমনটাই খবর লালবাজার সূত্রে। অডিও ক্লিপের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, আজ আদালতে পেশ করা হবে বিজেপি নেত্রী পামেলাকে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁকে হেফাজতে চাইবে পুলিশ। এমনটাই খবর পুলিশ সূত্রে।
রাকেশ সিংহকে গতকাল, বুধবার আদালতে পেশ করা হয়। আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, রাকেশ সিংহ এই মামলায় সাক্ষী ছিলেন। উনি সময় চেয়েছিলেন। তারপরেও যেভাবে গ্রেফতার করা হল, তাতে স্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। রাকেশ সিংহকে মারধর করা হয়েছে। তাঁকে জামিন দেওয়া হোক। তিনি তদন্তে সাহায্য করবেন।
পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, রাকেশ সিংহকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল। তা না করে তিনি গলসি হয়ে পালাচ্ছিলেন। মাদক তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।
দুপক্ষের বক্তব্য শুনে, বিচারক ধৃত বিজেপি নেতাকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
চলতি মাসের ১৯ তারিখ ১০ লক্ষ টাকার কোকেন সহ নিউ আলিপুরে গ্রেফতার হন বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী।
সবাইকে চমকে দিয়ে ধৃত যুব বিজেপি নেত্রীই দাবি করেন, বিজেপির নেতা রাকেশ সিংহকে গ্রেফতার করা হোক!
পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত যুব বিজেপি নেত্রী পামেলা স্বীকার করেছেন, তাঁকে কোকেন সরবরাহ করতেন বিজেপি নেতা রাকেশ সিংহ।
পুলিশ সূত্রে দাবি, ধৃত যুব বিজেপি নেত্রী পামেলার দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজেপি নেতা রাকেশ সিংহকে গলসি থেকে গ্রেফতার করা হয়েছে। পাল্টা রাকেশ সিংহের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।