Durga Puja 2021: ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে, দেখুন সম্পূর্ণ নির্ঘণ্ট
করোনা আবহে এবারও ভক্তশূন্য বেলুড় মঠ। রীতি মেনে চলছে পূজার্চনা।
সঞ্চয়ন মিত্র, হাওড়া: আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে। করোনা আবহে এবারও ভক্তশূন্য বেলুড় মঠ। রীতি মেনে চলছে পূজার্চনা। এবারও গতবছরের মতো ওয়েবসাইটে পুজো দেখা যাবে। আগামীকাল মহাসপ্তমী। ২৫, ২৬ ও ২৭ আশ্বিন, ১৪২৮ অর্থাৎ ১২, ১৩ ও ১৪ অক্টোবর, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। রইল নির্ঘণ্ট ।
শ্রীশ্রীশারদীয়া মহাপূজা, ১৪২৮
সময় নির্ঘন্ট
- ২৫ আশ্বিন (১২ অক্টোবর) |
সপ্তমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ - ২৬ আশ্বিন (১৩ অক্টোবর) | মহাষ্টমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
- কুমারী পূজা | পূজারম্ভ সকাল ৯.০০মিঃ
- সন্ধি পূজা | রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ I ২৭ আশ্বিন (১৪ অক্টোবর) |
- মহানবমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
- হোম | দেবীর ভোগারতির পর
- সন্ধ্যারতি : প্রত্যহ শ্রীশ্রীঠাকুরের আরতির পর
আরও পড়ুন :গরম ভাত বা ফুলকো লুচির যোগ্য সঙ্গত মটরশুঁটির ধোকার ডালনা, বেগুন বাসন্তী, দেখুন রেসিপি
ভক্তরা চাইলে প্রণামী পাঠাতে পারেন। অনলাইন-এ প্রণামী পাঠাবার লিঙ্ক : https://donations.belurmath.org
চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। ১০ নভেম্বর ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। মঠে প্রবেশের অনুমতি না মিললেও, গত বছরের মতো এবারও মঠের ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে পুজো পাঠ।
গত বছর থেকেই করোনার জেরে ১৯ বছর পর রীতি বদল হয় বেলুড় মঠের! ২০০০ সালের পর সেই প্রথম বেলুড়মঠের মূল মন্দিরে দুর্গাপুজো হয়! মঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শনার্থীদের! পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। ছোট করে দুর্গাপুজো হয়। মূল মন্দিরে হবে দুর্গাপুজো। প্রসাদ বিতরণও করা হয়নি। মূল গেটের পাশে একটি অস্থায়ী কাউন্টারে পুজোর সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থা ছিল।