Durga Puja Preparation: তেলের টিন থেকে গ্যাসের বার্নার, ৬৪ পল্লির 'দামি' মণ্ডপে এবার মূল্যবৃদ্ধির কথা
কীভাবে এই মণ্ডপ 'দামি'? সোনা, রুপো নয়, গোটা মণ্ডপ সেজে উঠেছে তেলের টিন দিয়ে। বিভিন্ন বর্ণে সাজানো হয়েছে। মণ্ডপে ঢোকার মুখেই, একেবারে উপরে রয়েছে গ্যাস বার্নারের মতো একটি আকৃতি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। এরই মধ্যে ৬৪ পল্লির দুর্গাপুজো এবারে ঘোষণা করেছে তাদের সবচেয়ে 'দামি' মণ্ডপের কথা।
কিন্তু কীভাবে এই মণ্ডপ 'দামি'? সোনা, রুপো নয়, গোটা মণ্ডপ সেজে উঠেছে তেলের টিন দিয়ে। বিভিন্ন বর্ণে, বিভিন্ন ডিজাইনে তাদের সাজানো হয়েছে। মণ্ডপে ঢোকার মুখেই, গেটের একেবারে উপরে তৈরি করা হয়েছে গ্যাস বার্নারের মতো একটি আকৃতি। তার মধ্যে মা দুর্গার মুখ বসানো। তবে 'দামি' মণ্ডপ হচ্ছে কীভাবে?
পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, একে করোনার জের তার উপর রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ভয়াবহ মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। সেই পরিস্থিতির কথাই তুলে ধরা হয়েছে মণ্ডপে। তাই এই মণ্ডপকে তাঁরা 'দামি' বলছেন।
এক উদ্যোক্তার কথায়, 'আমাদের ৬৪ পল্লি দুর্গোৎসব কমিটি এই বছরে ৭৩ তম বর্ষে পদার্পণ করছে। আর ২০২১-এর সবচেয়ে দামি প্যান্ডেল বলছি আমাদের পরিস্থিতি এখন যা হয়েছে তার উপর ভিত্তি করে। তেলের দাম, গ্যাসের দাম, যেভাবে আকাশছোঁয়া হারে বেড়েছে, সেখানে সোনা রুপোর অত দাম বাড়েনি। তাই এই মণ্ডপের মাধ্যমে আমরা একটা সামাজিক বার্তা দিতে চাইছি। মায়ের কাছে আমরা এই প্রার্থনা করব যে মূল্যবৃদ্ধির এই কঠিন পরিস্থিতির হাত থেকে তিনি যেন আমাদের রক্ষা করেন।'
বিশেষত করোনা আবহে মূল্যবৃদ্ধির ফলে জেরবার হয়েছে সাধারণ মানুষ। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে যেমন মানুষের পেটে টান পড়ার জোগাড়, একইভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় প্রভাবিত হয়েছে গোটা পরিবহন ব্যবস্থা এবং সেই থেকে ব্যবসা বাণিজ্য। সবমিলিয়ে দেশজুড়ে যে দাম বৃদ্ধিতে নাকাল মানুষ সেই বার্তাই তুলে ধরছে ৬৪ পল্লি দুর্গোৎসব কমিটি এবং তাই তাঁরা নিজেদের মণ্ডপকে সবচেয়ে 'দামি' মণ্ডপ হিসেবেই দেখছেন।