'দুর্গাপুজোয় মাননীয়ার মতো প্রতিমা তৈরি হবে' দমদমের বিতর্কিত ঝুলন নিয়ে তোপ জয়প্রকাশের
ঝুলন বাসরের পরতে পরতে জড়িয়ে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের খতিয়ান।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঝুলনে সরকারি প্রকল্পের প্রচার? এমন অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভা এলাকার জপুর অঞ্চলে। তা নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
নানা রকম পুতুল দিয়ে সাজানো ঝুলন বাসর। আর সেই ঝুলন বাসরের পরতে পরতে জড়িয়ে বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের খতিয়ান। বিধানসভা ভোটের আগে সাড়া ফেলে দেওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে ভোটের পর চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার, কী নেই সেই তালিকায়!
দুয়ারে সরকার থেকে সেফ ড্রাইভ, সেভ লাইভ, সব হাজির। রাধা-কৃষ্ণের প্রেমের উৎসবে সরকারি প্রকল্পের ছড়াছড়ি। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভা এলাকার জপুর অঞ্চলে।
বুধবার কীর্তনের সঙ্গে খোল বাজিয়ে এই ঝুলন অনুষ্ঠানের সূচনা করেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ। ঝুলনের এমন ধরন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মথুরা-বৃন্দাবনের মতো বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্যও সুপ্রাচীন।
ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান ও সাবেক প্রথা। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল নানা ধরনের মাটির পুতুল আর দোলনা দিয়ে সাজানো। শাস্ত্রমতে দোলযাত্রার পর বৈষ্ণবদের আর একটি বড় উৎসব হল ঝুলন যাত্রা। এই উৎসবে রাধা-কৃষ্ণকে সুন্দর দোলনায় বসিয়ে পুজো ও বন্দনা করা হয়।
দক্ষিণ দমদম পুরসভা এলাকার ঝুলন নিয়ে বিতর্ক তৈরি হলেও, তাতে অস্বাভাবিক কিছু দেখছেন না এলাকার সাংসদ। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, এখানে রাজনৈতিক প্রচার কিছু নেই। এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কথায়, রাধাকৃষ্ণের কাহিনি উঠে গিয়েছে। ওপরমহলের নির্দেশ আছে হয়তো। এর পর দুর্গাপুজোয় মাননীয়ার মতো করে প্রতিমা তৈরি হবে। সব মিলিয়ে ঝুলনেও লাগল রাজনীতির রং।
আরও পড়ুন: Malda: প্রধান সহ ছয় সদস্য তৃণমূলে, মালদার মানিকচকে কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে পঞ্চায়েত
আরও পড়ুন: Duare Sarkar: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে ফের বিশৃঙ্খলা, মালদায় পড়ে গিয়ে আহত কয়েকজন